জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত, জনাব রশিদুন্ নবী সংকলিত সমগ্র নজরুল সঙ্গীত ভান্ডার তথা শুদ্ধ নজরুল সঙ্গীত এর ক্ষেত্রে গবেষণা লব্ধ শুদ্ধ তথ্যসূত্র ও বাণী সমৃদ্ধ "নজরুল সঙ্গীত সংগ্রহ " গ্রন্থ খানা শুদ্ধ নজরুল সঙ্গীত অনুরাগী বৃন্দের জন্য একটি বিশেষ অর্জন। যা পূর্বে প্রচলিত অসংখ্য ভুল ভ্রান্তি নিরসনে অত্যন্ত সহায়ক ভূমিকায় অবতীর্ণ। আরও শুদ্ধ সংস্করণ সাপেক্ষে তা শুদ্ধতার ক্ষেত্রে অন্যতম মানদণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। শুভকামনা নিরন্তর। অভিনন্দন সহ সুস্বাগতম। অসংখ্য ধন্যবাদ সবাইকে।।
0 মন্তব্যসমূহ