নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

YouTube Channel Shafique Ahmed Gaan

চলুন প্রথমে জেনে নেই, শফিক আহমেদ গান কি, এটা কি নজরুল ও ক্লাসিকাল মিউজিক সম্পর্কিত চ্যানেল?

প্রেমে, ধর্মে, বিরহে, বিদ্রোহে, বিচ্ছেদে, উদ্দীপনায়, রোমাঞ্চকতাই, গজলে, গীত ও গীতিকায়, নারী, প্রকৃতি ও কীর্তনে কাজী নজরুল ইসলাম লিখিত নজরুলগীতি বা নজরুল সংগীত, নজরুল কোষ, নজরুল সঙ্গীত স্বরলিপি, নজরুল সাহিত্য, ছন্দ, সুর, তাল-লয়ের অপূর্ব ও সম্মিলিত নজরুল ও ক্লাসিকাল মিউজিক সম্পর্কিত চ্যানেলের নামই হলো @ShafiqueAhmedGaan

YouTube চ্যানেল শফিক আহমেদ গান যেখানে দেশাত্মবোধক, ধর্মীয়, ক্লাসিক্যাল, বাঙালি জাতির কবি ও মিউজিক কম্পোজার নজরুল ইসলামের গান, সঙ্গীত অ্যালবাম আকারে আমি শফিক আহমেদ (নজরুল সঙ্গীত শিক্ষক, গবেষক ও পরিচালক সঙ্গীত বিদ্যা বীথি, পাবনা) আপনাদের উদ্দেশ্যে নিবেদন করলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুবিধ বৈচিত্র্যময় সঙ্গীত ভান্ডারের বিভিন্ন শ্রেণী বা পর্যায়ের মধ্যে অন্যতম কয়েকটি যেমন .স্বদেশ পর্যায়- দেশাত্মবোধক সংগ্রামী (উদ্দীপনামূলক) গান। . প্রেম প্রকৃতির গান। . ইসলামী ভক্তিগীতি ( শ্যামা ভজন কীর্তন) . পল্লীগীতি। . বিবিধ গান।

তাছাড়াও প্রচলিত কয়েকটি পর্যায় খসড়া পরিসংখ্যান মাফিক কবির তিন সহস্রাধিক গানের মধ্যে রয়েছে- .কাব্যগীতি- প্রায় এক হাজার। . রাগপ্রধান - প্রায় দুইশত। . ইসলামী- প্রায় তিনশত। . ভক্তিগীতি- প্রায় ছয়শত। . গজল- প্রায় একশত। . লোকগীতি- প্রায় দুইশত। . দেশাত্মবোধক- প্রায় দেড়শত। . হাসির গান- প্রায় একশত। . হিন্দী গীতিনাট্য - প্রায় অর্ধশত। ১০. বিবিধ - প্রায় একশত।

নজরুল ও ক্লাসিকাল মিউজিক সম্পর্কিত চ্যানেল


কবি নজরুল ইন্সটিটিউট থেকে কবির সমস্ত সংকলন গুলো একত্রিত করে " নজরুলসমগ্র" শিরোনামে ১৭ টি খন্ডে নজরুল- রচনাবলী প্রকাশিত হয়েছে। উক্ত ১৭ টি খন্ডের বিষয়ের তালিকা (চিত্র) নিম্নরুপ। তন্মধ্যে - ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম খন্ডের বিষয় যথাক্রমে ---

৬. দেশাত্মবোধক ও সংগ্রামী (উদ্দীপনামূলক) গান, ৭. প্রেম ও প্রকৃতির গান, ৮. ইসলামি ও ভক্তিগীতি (শ্যামা, ভজন ও কীর্তন), ৯. পল্লী গান, ১০. বিবিধ গান এ সকল নজরুল সংগীতই ক্রমান্বয়ে আমাদের "YouTube চ্যানেল শফিক আহমেদ গান" এ আপনাদের উদ্দ্যেশে ভিডিও অ্যালবাম আকারে প্রকাশিত করবার আশা ব্যক্ত করছি, আপনারা শুধু পাশে থাকবেন আমাদেরকে অনুপ্রাণিত করতে

Nazrul Sangeet Grid View Album of Kazi Nazrul Islam by Shafique Uddin Ahmed on Shafique Ahmed Gaan:



পভিডিও বায়োগ্রাফি ইন্টারভিউ|শফিক আহমেদ

ইসলামি নজরুল সঙ্গীত

দেশ,ভক্তি ও আধুনিক


রমিত নজরুল সঙ্গীত

প্রমিত নজরুল সঙ্গীত(পরিমার্জিত) ১ম পর্ব

প্রমিত নজরুল সঙ্গীত (পরিমার্জিত) ২য় পর্ব


জননী মোর জন্মভূমি

দাঁড়ালে দুয়ারে মোর


আয় সবে ভাই বোন

আল্লাহ বলে কাঁদ বারেক

কারার ঐ লৌহ কপাট

ভালো থাকবেন সবাই, অনুপ্রেরণা পাবার আশায়; শফিক আহমেদ: নজরুল সংগীতশিল্পী, শিক্ষক ও পরিচালক সংগীত বিদ্যা বীথি, গোপালপুর শিশু শিক্ষা নিকেতন, পাবনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ