নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শফিক উদ্দিন আহমেদ

নজরুল ও শাস্ত্রীয়  সঙ্গীত প্রশিক্ষক, "শফিক উদ্দিন আহমেদ" সংক্ষিপ্ত সঙ্গীত জীবনী:

শফিক আহমেদ  নজরুল সংগীতশিল্পী, শিক্ষক ও পরিচালক সংগীত বিদ্যা বীথি, গোপালপুর শিশু শিক্ষা নিকেতন পাবনা।


শফিক উদ্দিন আহমেদ, পিতা- মরহুম আলীম উদ্দিন, মাতা- মরহুমা শাহানারা খাতুন, সাকিন- শালগাড়িয়া (তালবাগান), পাবনা।

জন্ম:

১৯৬৪ সনে রাধানগর (যুগীপাড়া) গ্রামে জন্ম।

শিক্ষা:

১৯৭৯ সনে এস এস সি, ১৯৮৬ সনে আই,এস সি, ১৯৯২ সনে বি,এ, ১৯৯৬ সনে রাষ্ট্রবিজ্ঞানে এম,এস,এস এবং পরবর্তীতে ২০০৩ সনে বি,এড সম্পন্ন।

মজিল মন, নজরুল ও নজরুল সঙ্গীতে:


শৈশব কাল থেকেই সঙ্গীতের প্রতি প্রবল অনুরাগী। তবে শেখার তেমন সুযোগ ছিলনা। ১৯৮০ সনে সরকারী এডওয়ার্ড কলেজে অধ্যয়ন কালীন কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সঙ্গীত এ পুরষ্কার অর্জন এবং পাবনার ললিত কলা কেন্দ্র ইফায় প্রাতিষ্ঠানিক ভাবে সঙ্গীত শিক্ষারম্ভ। প্রশিক্ষকবৃন্দ ছিলেন যথাক্রমে শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম বুলবুল, জনাব বেলাল উদ্দিন জোয়ার্দার, শ্রী ভক্তিদাস চাকী (উচ্চাঙ্গসংগীত)।

পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি এবং তাঁর বাসায় উচ্চাঙ্গসংগীতে প্রাইভেট তালিম গ্রহণ এবং নজরুল গবেষক জনাব আব্দুস সাত্তার সাহেব এর নিকট নজরুল সঙ্গীত এ তালিম গ্রহণ ও গবেষণা সহযোগী হিসেবে অভিজ্ঞতা অর্জন। 👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ