নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮৯ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Web. nazrulsangeet.com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮৯ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। web. nazrulsangeet.com ৮৯১. কি জানি পইড়াছে বন্ধু মনে- গ্রন্থ: গীতিমালা। রেকর্ড স্বরলিপি হয়নি। ৮৯২. কি দিয়ে পূজি ভগবান - রেকর্ড (১৯৩৩) শিল্পী : গোপাল সেন। নজরুল ইন্সটিটিউট এর ৫৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৮৯৩. কি দেখিতে এসে কি দেখিনু- গ্রন্থ : চন্দ্রবিন্দু। রেকর্ড স্বরলিপি হয়নি। ৮৯৪. কি দেখিলাম সামনেতে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৮৯৫. কি নাম ধরে ডাকবো তোরে (মাগো)- রেকর্ড (১৯৪০) শিল্পী : উত্তরা দেবী। নজরুল ইন্সটিটিউট এর ৩৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৮৯৬. কি বলিলে জননী গো- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৮৯৭. কি মজার কড়াই ভাজা- রেকর্ড (১৯৩২) শিল্পী : শিশু মঙ্গল সমিতি। নজরুল ইন্সটিটিউট এর ৪৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। * কি যে বেদনা এ বুকে- বাংলা সাহিত্যে নজরুল। বিস্তারিত তথ্যহীন। ৮৯৮. কি রুপে মোচন হবে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৮৯৯. কি হবে জানিয়া বল- গ্রন্থ ১. বুলবুল ২. নজরুল গীতিকা। ভৈরবী - পোস্তা। রেকর্ড স্বরলিপি হয়নি। ৯০০. কি হবে লাল পাল (বাওটা তুইল্যা)- গ্রন্থ ১. চোখের চাতক ২. ঝড়। রচনা স্থান ও কাল- ২৪ জানুয়ারী ১৯২৯, চট্রগ্রাম। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ