নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

ধর্মের পথে শহীদ যাহারা - নজরুল সঙ্গীত। রেকর্ড শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। YouTube. Shafique Ahmed Gaan. Website. nazrulsangeet. com


 ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি 

সাম্য-মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি।। 

পাপ-বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যাঁরা 

মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতল শান্তি-ধারা

উচ্চ-নীচের ভেদ ভাঙি দিল সবারে বক্ষ পাতি'।।

কেবল মুসলমানের লাগিয়া আসেনি'ক ইসলাম 

সত্যে যে চায় আল্লায় মানে মুসলিম তারি নাম 

আমির ফকিরে ভেদ নাই- সবে ভাই, সব এক সাথী।। 

নারীরে প্রথম দিয়াছে মুক্তি, নর সম অধিকার 

মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার।

আঁধার রাতর বোরখা উতারি এনেছি আশার-ভাতি।।

-- নজরুল সঙ্গীত। রেকর্ড শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ২য় খন্ডে স্বরলিপি হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ