শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (২৩ তম পর্ব) : -শফিক উদ্দিন আহমেদ (Shafique Ahmed Gaan)
২৩১. আমার মালায় লাগুক তোমার- রেকর্ড (১৯৩৯) শিল্পী : বীণা চৌধুরী। নজরুল ইন্সটিটিউট এর ১০ম খন্ডে স্বরলিপি হয়েছে।
২৩২. আমার মুক্তি নিয়ে (মাগো আমার মুক্তি নিয়ে) রেকর্ড (১৯৩৭) শিল্পী : সুধীর দত্ত। (১৯৪৬) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ২৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
২৩৩. আমার মোহাম্মদের নামের ধেয়ান- রেকর্ড (১৯৩৬) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৬ষ্ঠ খন্ডে স্বরলিপি হয়েছে।
২৩৪. আমার যখন পথ ফুরাবে- রেকর্ড (১৯৪২) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩১তম খন্ডে স্বরলিপি হয়েছে।
২৩৫. আমার যাবার সময় হলো- রেকর্ড (১৯৩৬) শিল্পী : আঙ্গুরবালা। নজরুল ইন্সটিটিউট এর ২৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
২৩৬. আমার যারা আশ্রিত নাথ- গ্রন্থ: অপ্রকাশিত নজরুল, ১ম খন্ড, হরফ।
* আমার যে গান ফুটেছিল - তথ্যহীন।
* আমার রবে কি মান- তথ্যহীন।
✘ আমার রাঙা হৃদয় মাগো- নজরুল সঙ্গীত নহে।
গীতিকার : প্রণব রায়।
২৩৭. আমার লীলা বোঝা ভার- নজরুল সঙ্গীত সংগ্রহ।
২৩৮. আমার শুধু চোখের দেখা সই- নজরুল সঙ্গীত সংগ্রহ।
* আমার শ্যামলা বরণ- (অশুদ্ধ) / শ্যামলা বরণ বাংলা মায়ের- গানের ভিন্ন শিরোনাম।
* আমার শ্রান্ত হৃদয় - তথ্যহীন।
২৩৯. আমার শ্যামা মায়ের কোলে চড়ে (শ্যামা মায়ের কোলে চড়ে) - রেকর্ড (১৯৩৭) শিল্পী : জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী। নজরুল ইন্সটিটিউট এর ২৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
২৪০. আমার সকল আকাশ ভরলো - রেকর্ড (১৯৪২) শিল্পী : কু: আভা সরকার। নজরুল ইন্সটিটিউট এর ৪২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
-- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ