
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫১ তম পর্ব)
শফিক উদ্দিন আহমেদ।
nazrulsangeet.চম
৫১১. এই দেহেরই রঙ মহলায়- গ্রন্থ : গুলবাগিচা। ভৈরবী। একতালা। রেকর্ড স্বরলিপি হয়নি।
৫১২. এই নীরব নিশীথ রাতে- গ্রন্থ : ছায়ানট ও গুলবাগিচা। বাহার- মধ্যমান। শ্রেনী- টপ্পা। রেকর্ড স্বরলিপি হয়নি।
৫১৩. এই পৃথিবীতে এত শক্তির খেলা- গ্রন্থ : অপ্রকাশিত নজরুল হরফ। ভক্তিগীতি। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ এই পথটা কাটবো- নজরুল নহে।
* প্রাচীন ছড়া।
* এই নেলো তুই বনফুলের- তথ্যহীন।
৫১৪. এই বাংলাদেশে আমরা দুজন- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৫১৫. এই বিশ্বে আমার সবাই চেনা- গ্রন্থ : বুলবুল ২য় খন্ড।শ্রেনী- বাউল। রেকর্ড স্বরলিপি হয়নি।
৫১৬. এই বেলা নে ঘর ছেয়ে ( এই দেশটা ভীষণ মূর্খ)- গ্রন্থ : চন্দ্রবিন্দু। শিরোনাম - প্রাথমিক শিক্ষা ব৮ল। শ্রেনী- কমিক গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৫১৭. এই ভারতে নাই যাহা- পত্রিকা : মুয়াজ্জিন। আষাঢ় ১৩৪২। রেকর্ড স্বরলিপি হয়নি।
* এই মন সন্ধ্যাকালে সুরের প্রবাহ- তথ্যহীন। ৫১৮. এই যুগল মিলন দেখবো বলে- নাটক বিষ্ণুপ্রিয়া। রেকর্ড স্বরলিপি হয়নি।
৫১৯. এই রইল তোর সাধের বসন- নাট্যগ্রন্থ : সর্বহারা। রেকর্ড স্বরলিপি হয়নি।
* এই রাঙামাটির পথেলো- (অশুদ্ধ) / রাঙামাটির পথেলো- গানটির ভিন্ন শিরোনাম।
* এই শুধু দিতে পারি- তথ্যহীন।
৫২০. এই শিকল পরা ছল মোদের- গ্রন্থ : বিশের বাঁশি। রেকর্ড (১৯৪৯) শিল্পী : গিরীণ চক্রবর্তী। হরফের অখণ্ড এবং নজরুল ইন্সটিটিউট এর আদি স্বরলিপি গ্রন্থে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ