নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

পিয়া পিয়া পিয়া পাপিয়া- নজরুল সঙ্গীত|

পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে।

চোখ গেল বিরহিণীর বধূর মনের কথা —

কাঁদিয়া বেড়ায় বাদল-আঁধারে॥

প্রথম বিরহ অল্প-বয়সী

ভুলি’ গৃহকাজ রহে বাতায়নে বসি’, পাখির পিয়া-স্বর বুকে তার তোলে ঝড় — অঞ্চলে আঁখি-জল মোছে বারে বারে ॥ পরেনি বেশ, বাঁধেনি কেশ ম্লান-মুখী দীপালিকা, নীরব দেহে যেন শুকায়ে যায় ওগো মালতীর মালিকা। বনের বিহঙ্গ ছাড়ি’ বিহগীরে যায় না বিদেশে, রহে সুখ-নীড়ে, বলো কেমনে, ওগো প্রেমের বিধাতা — বিরহ-দাহ সহি’ হিয়ার মাঝারে ॥
-কাজী নজরুল ইসলাম

সঙ্গীত পরিবেশনায়- শফিক আহমেদ,
তবলা: সঞ্জীব দাস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ