নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

চঞ্চল শ্যামল এলো গগনে-নজরুল সঙ্গীত

চঞ্চল শ্যামল আয়ে গগনে।
নয়নে পলকে বিজলি ঝলকে
ঘুংগরালী অলকে ওড়ে পবনে॥
রিম্ ঝিম্ বরষা কে বিছুয়া বোলে
মৃদঙ্গ বাজে গুরু গম্ভীর রোলে,
দেখি উয়ো কা নৃত্ ধরণী কা চিত্
মোর্ সম নাচত মগন সাওনে॥
অসন্ত পবন মে রহী রহী বাজে,
উদাসী বাঁশরি নূর বন মাঝে।
আকাশ মে রংগ লাগে, ইন্দ্রধনু জাগে
প্রেম তরংগ বহে বৃন্দাবনে॥



 

-কাজী নজরুল ইসলাম


উপভোগ করুন "Shafique Ahmed Gaan" ইউটিউব চ্যানেলে:


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ