নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

নজরুল ও শাস্ত্রীয় সঙ্গীত প্রশিক্ষক : শফিক উদ্দিন আহমেদ।

নজরুল ও শাস্ত্রীয়  সঙ্গীত প্রশিক্ষক, "শফিক উদ্দিন আহমেদ" সংক্ষিপ্ত সঙ্গীত জীবনী:

শফিক উদ্দিন আহমেদ, পিতা- মরহুম আলীম উদ্দিন, মাতা- মরহুমা শাহানারা খাতুন, সাকিন- শালগাড়িয়া (তালবাগান), পাবনা।

জন্ম:

১৯৬৪ সনে রাধানগর (যুগীপাড়া) গ্রামে জন্ম।

শিক্ষা:

১৯৭৯ সনে এস এস সি, ১৯৮৬ সনে আই,এস সি, ১৯৯২ সনে বি,এ, ১৯৯৬ সনে রাষ্ট্রবিজ্ঞানে এম,এস,এস এবং পরবর্তীতে ২০০৩ সনে বি,এড সম্পন্ন।

মজিল মন, নজরুল ও নজরুল সঙ্গীতে:

শৈশব কাল থেকেই সঙ্গীতের প্রতি প্রবল অনুরাগী। তবে শেখার তেমন সুযোগ ছিলনা। ১৯৮০ সনে সরকারী এডওয়ার্ড কলেজে অধ্যয়ন কালীন কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সঙ্গীত এ পুরষ্কার অর্জন এবং পাবনার ললিত কলা কেন্দ্র ইফায় প্রাতিষ্ঠানিক ভাবে সঙ্গীত শিক্ষারম্ভ। প্রশিক্ষকবৃন্দ ছিলেন যথাক্রমে শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম বুলবুল, জনাব বেলাল উদ্দিন জোয়ার্দার, শ্রী ভক্তিদাস চাকী (উচ্চাঙ্গসংগীত)।

পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি এবং তাঁর বাসায় উচ্চাঙ্গসংগীতে প্রাইভেট তালিম গ্রহণ এবং নজরুল গবেষক জনাব আব্দুস সাত্তার সাহেব এর নিকট নজরুল সঙ্গীত এ তালিম গ্রহণ ও গবেষণা সহযোগী হিসেবে অভিজ্ঞতা অর্জন।

সাম্প্রতিক, সম্প্রীতি পত্রিকায় বিশেষ প্রবন্ধ "সঙ্গীত সাধনায় নিবেদিত, ওস্তাদ শফিক উদ্দিন আহমেদ":
ওস্তাদ শফিক উদ্দিন আহমেদ, নজরুল ও শাস্ত্রীয় সংগীতে নিবেদিত প্রাণ



নজরুল ও শাস্ত্রীয় সংগীতজ্ঞ "শফিক আহমেদের" বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাবনা, সংগীত পরিবেশন:
নজরুল সংগীতজ্ঞ, শফিক আহমেদ



সাংগীতিক ও সাংস্কৃতিক, কৃতকর্ম:

(ক) ১৯৮৪ সনে পাবনা জেলা উদীচী র বিজয় দিবসের প্রতিযোগিতায় নজরুল সঙ্গীতে ১ম স্থান অর্জন, ১৯৮৭ সনে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় জেলা পর্যায়ে নজরুল ও উচ্চাঙ্গসংগীতে ১ম এবং রাজশাহী বিভাগীয় পর্যায়ে নজরুল সঙ্গীতে ২য় এবং উচ্চাঙ্গসংগীতে ঢাকায় জাতীয় পর্যায়ে শিল্পকলা একাডেমি মঞ্চে একমাত্র প্রতিযোগি হিসেবে রাগ বাগেশ্রীতে খেয়াল পরিবেশন।
(খ) ১৯৮৪ সনে ঢাকা শিল্পকলা একাডেমি এবং ১৯৮৮ সনে রাজশাহী শিল্পকলা একাডেমিতে সঙ্গীত প্রশিক্ষকের প্রশিক্ষণ গ্রহণ।

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পি,আই,বি) এর সহযোগিতায় সংকেত সাংস্কৃতিক গোষ্ঠী, ঢাকা আয়োজিত "সংস্কৃতি বিষয়ক সাংবাদিকতা" র উপর প্রশিক্ষণ গ্রহণ।

১৯৯০ এ সংকেত সাংস্কৃতিক গোষ্ঠীর ঢাকায় আয়োজিত দেশ ভিত্তিক ষষ্ঠ শিশু কিশোর সঙ্গীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন।
(গ) ১৯৮৯ সনে পাবনার বিশিষ্ট আয়কর উপদেষ্টা জনাব আব্দুল আজীজ এর সহযোগিতা ও পৃষ্টপোষকতায় পাবনা শহরে "সঙ্গীত বিদ্যাবীথি " নামে পদ্ধতিগত সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং অদ্যাবধি প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন এবং সঙ্গীত প্রশিক্ষণ অব্যাহত।

নজরুল ও শাস্ত্রীয় সংগীতজ্ঞ শফিক উদ্দিন আহমেদের (সঙ্গীত জীবনী) সাম্প্রতিক দৈনিক ইছামতি পত্রিকা, পাবনায় বিশেষ প্রচ্ছদ (দৈনিক ইছামতী ০৮ ডিসেম্বর ২০২৩):

পাবনা তথা বাংলাদেশের অন্যতম নজরুল ও শাস্ত্রীয় সংগীতজ্ঞ, শফিক উদ্দিন আহমেদ

এবং বংকেশ সরকার।
জেলা শিল্পকলা একাডেমি মঞ্চ, পাবনা।

সঙ্গীত বিদ্যাবীথি পাবনার প্রতিষ্ঠিত এবং সম্ভাবনাময় কয়েকজন ছাত্র-ছাত্রীর নাম:

১. বুলবুল আহমেদ ২. শামীম সারোয়ার ৩. সমীর মজুমদার ৪. ফাহমিদা সুরমা ৫. আসাদুজ্জামান ৬. বকুল ভৌমিক ৭. লিটন গাইন ৮. তনুশ্রী দাস ৯. প্রাণকৃষ্ণ কর্মকার ১০. কৃষ্ণ কর্মকার ১১. হালিম বয়াতী ১২. অনিন্দ্য চৌধুরী দীপ ১৩. বৃন্দাবন সরকার ১৪. রেজওয়ানা বন্যা ১৫. ফাহমিদা বৃষ্টি ১৬. কনিকা ভাদুরী লতা ১৭. মনিকা চক্রবর্তী পাতা ১৮. সুপ্রিয়া সান্যাল ১৯. বেলাল হোসেন ২০. পলাশ ২১. অঞ্জলি ভৌমিক ২২. বিণীতা ভদ্র ২৩. পৃথিলা সরকার ২৪. রেজাউল করিম রেজা ২৫. ফারহান হামিদ সাদাফ ২৬. শাহরিয়ার হিমেল ২৭. শিল্পী রানী দাস। অন্যান্য সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে- ২৮. কামরুন্নাহার ২৯. দীপা ৩০. রুনী ৩১. শেখতোজা ফাহমিদা চাঁদনী ৩২. লেয়া সরকার ৩৩. পূণম চাকী ৩৪. তৃণা দাস ৩৫. ফারজিনা আহমেদ ৩৬. নমিতা রায় ৩৭. অপর্ণা বড়ুয়া ৩৮. প্রজ্ঞা বড়ুয়া ৩৯. প্রমিতি রশ্মি বড়ুয়া ৪০. .বৈশাখী কুন্ডূ ৪১. অপরাহ্ন সাহা ৪২. শাহনাজ বেগম ৪৩. আবুল বাশার ৪৪. তৃষ্ণা চক্রবর্তী ৪৫. পূজা সাহা ৪৬. সৃষ্টি কুন্ডু ৪৭. শ্রুতি কুন্ডু ৪৮. উপমা সাহা ৪৯. রাখী ইসলাম ৫০. প্রিয়াংকা সাহা ৫১. শুভশ্রী সাহা প্রমুখ।

জুনিয়র অনেকেই প্রশিক্ষণ রত। এ ছাড়াও সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন সময়ে সঙ্গীতে তালিম গ্রহণ করেছেন।

সংগ্রহ, গবেষণা ও প্রকাশনা:

(ঘ) ভারত ও বাংলাদেশ থেকে প্রকাশিত যাবতীয় (সমগ্র) রবীন্দ্র সঙ্গীত স্বরলিপি , নজরুল সঙ্গীত স্বরলিপি, রচনা সমগ্র, রেকর্ড সঙ্গীত, শাস্ত্রীয় তথা উচ্চাঙ্গসংগীত, পঞ্চ কবির গান, লালন গীতি, দেশের গান, লোক সঙ্গীত সংগ্রহ, প্রশিক্ষণ, অপ্রকাশিত, অপ্রচলিত, স্বল্প প্রচলিত সহ নজরুল সঙ্গীত এর আদি রেকর্ড সঙ্গীত সংগ্রহ, প্রশিক্ষণ ও পরিবেশন অব্যাহত।
বাংলাদেশ বেতার রাজশাহী র একজন নিয়মিত নজরুল সঙ্গীত শিল্পী এবং নজরুল সঙ্গীতের গবেষণা কার্যে নিয়োজিত।

১৯৯৭ সনে কবি নজরুল ইন্সটিটিউট এর মাসব্যাপী "শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সঙ্গীত প্রশিক্ষণ " গ্রহণ।
মাসিক সঙ্গীত ও মাসিক সরগম এর পাবনা প্রতিনিধি হিসেবে এবং স্থানীয় পত্র পত্রিকায় শুদ্ধ নজরুল সঙ্গীত প্রসঙ্গে ধারাবাহিক লেখা প্রকাশ।

১৯৯৩ সনে সংকেত সাংস্কৃতিক গোষ্ঠী প্রতিষ্ঠাতা শ্রী তরুন রায়ের সহযোগিতায় ঢাকা থেকে " শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা " নামীয় একটি সঙ্গীত গ্রন্থ প্রকাশ।

আমার (শফিক উদ্দিন আহমেদ) সঙ্গীত প্রীতিতে বিদুষী জন মোমেনুল আহমদের, উক্তি:
"প্রেমেতে, মজো যদি মজিতেই হয় তবে মজো, মূর্ছনায়। মজো, তবে! মূর্ছে নয়। 
-Momenul Ahmad

সম্মাননা ও স্বীকৃতি:

(ঙ) ১৯৯৪ সনে উত্তরণ সাহিত্য সন্মাননা প্রাপ্তি। ২০১০ সনে নজরুল সাহিত্য পরিষদ, রানীর বন্দর, দিনাজপুর কর্তৃক "নজরুল সঙ্গীত গবেষণায়" নজরুল স্মারক সম্মাননা প্রাপ্তি।

এ ছাড়াও বাংলাদেশ কবিতা সংষদ পাবনা ও জেলা শিল্পকলা একাডেমি পাবনা কর্তৃক স্মারক ও সম্মাননা অর্জন।
মাছরাঙা টিভির রাঙা সকাল এবং ইটিভি র -- "নীল পায়রার গান" অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন।
ঢাকার পি আই বি নিউজ এবং আজনবী সংগীত বিকাশ কেন্দ্র এবং কলকাতার পথের সাথী ফেসবুক লাইভ অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন।
(জ) Shafique Ahmed ফেসবুক এবং Shafique Ahmed Gaan ইউটিউব চ্যানেলে শুদ্ধ নজরুল সঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীতের পর্যাপ্ত টিউটোরিয়াল কন্টেন্ট ও রেকর্ড আপলোড অব্যাহত।

(ঝ) ইংরেজি শিক্ষক, শহীদ এম মনসুর আলী উচ্চ বিদ্যালয় পাবনা।


সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ততা:

  • সঙ্গীত প্রশিক্ষক, সঙ্গীত বিদ্যাবীথি ও ললিত কলা কেন্দ্র ইফা পাবনা। (সাবেক) ঈশ্বরদী ললিত কলা কেন্দ্র, মাহাবুব খান সঙ্গীত একাডেমী, কুমারখালি সঙ্গীত বিদ্যালয়, পাবনা শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয় প্রভৃতি।
  • সাধারণ সম্পাদক, নজরুল পরিষদ ও কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদ পাবনা।
  • নির্বাহী সদস্য, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ পাবনা।
  • আজীবন সদস্য, বনমালী শিল্পকলা কেন্দ্র, পাবনা।
  • বিভিন্ন জাতীয় অনুষ্ঠান আয়োজন অংশ গ্রহণ ও প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন।

যোগাযোগ:
শফিক উদ্দিন আহমেদ



শফিক আহমেদ নজরুল সংগীতশিল্পী, শিক্ষক ও পরিচালক সংগীত বিদ্যা বীথি, গোপালপুর শিশু শিক্ষা নিকেতন পাবনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ