
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮৩ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ।
web.nazrulsangeet.com
৮৩১. কল কল্লোলে ত্রিংশ কোটি - রেকর্ড (১৯৩৬) শিল্পী : গোপাল চন্দ্র সেন। নজরুল ইন্সটিটিউট এর ২১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮৩২. কলঙ্ক আর জোছনায় মেশা- রেকর্ড (১৯৩৪) শিল্পী : সুধীরা দাশগুপ্ত । নজরুল ইন্সটিটিউট এর ১৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* কলঙ্কি প্রিয় (অশুদ্ধ) / মহান তুমি প্রিয়- গানটির ভিন্ন শিরোনাম।
৮৩৩. কলঙ্কে মোর সকল দেহ- রেকর্ড (১৯৩৬) শিল্পী : বীণাপাণি মুখার্জি (মধুপুর)। নজরুল ইন্সটিটিউট এর ১২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮৩৪. কল গাড়ি যায় ভোসর ভোসর- রেকর্ড (১৯৩২) শিল্পী : প্রফেসর জি. দাস। স্বরলিপি হয়নি।
৮৩৫. কলমা শাহাদতে আছে খোদার জ্যোতি - রেকর্ড (১৯৩৭) শিল্পী : মোহাম্মদ কাশেম। নজরুল ইন্সটিটিউট এর ১০ ম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮৩৬. কল হংসিকা বাহনা পদ্মিনী পাণি- গ্রন্থ : অপ্রকাশিত নজরুল হরফ। রেকর্ড স্বরলিপি হয়নি।
৮৩৭. কলার মান্দাস বানিয়ে দাও- সাপুড়ে সিনেমা। রেকর্ড স্বরলিপি হয়নি।
* কলিকাতা পথিকের ভুল- বিস্তারিত তথ্যহীন।
* কলির কেষ্ট / ওহে শ্যামো হে (অশুদ্ধ) / তুমি নামো হে নামো - গানটির ভিন্ন শিরোনাম।
৮৩৮. কলির রাই কিশোরী - রেকর্ড (১৯৩৬) শিল্পী : রঞ্জিত রায়। স্বরলিপি হয়নি।
৮৩৯. কল্যাণ দাও হে শ্যাম - রেকর্ড (১৯৪২) শিল্পী : দীপালি নাগ। স্বরলিপি হয়নি।
৮৪০. কহ প্রিয়ে কেমনে এ রাতি কাটাই- রেকর্ড (১৯৪০) শিল্পী : হরিদাস বন্দ্যোপাধ্যায়। স্বরলিপি হয়নি।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ