নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

তওফিক দাও খোদা ইসলামে - নজরুল সঙ্গীত। রেকর্ড শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। YouTube. Shafique Ahmed Gaan.


তওফিক দাও খোদা ইসলামে - নজরুল সঙ্গীত। 
তাল : তেওড়া।

তওফিক দাও খোদা ইসলামে মুসলিম জাঁহা পুনঃ হোক আবাদ।

দাও সেই হারানো সালতানাত দাও সেই বাহু সেই দিল আজাদ।।

দাও সে আমজা সেই বীর ওলিদ

দাও সেই উমর হারুন অল রশীদ,

দাও সেই সালাহউদ্দীন আবার পাপ দুনিয়াতে চলুক জেহাদ।।

দাও সেই রুমী সাদী হাফিজ 

সেই জামী খৈয়াম সে তবরিজ

দাও সে আকবব সেই শাহজাহান দাও তাজমহলের সেই স্বপ্ন সাধ।।

দাও ভা'য়ে ভা'য়ে সেই মিলন

সেই স্বার্থত্যাগ সেই দৃপ্ত মন,

হোক বিশ্ব মুসলিম এক জামাত উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ