নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান


 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১৬ তম পর্ব) : 

---শফিক উদ্দিন আহমেদ ( Shafique Ahmed Gaan) 

১৫১. আনন্দ রে আনন্দ - রেকর্ড (১৯৩৪) শিল্পী : বাংলার ছেলেমেয়ে / কমল দাশগুপ্ত ও ভাইবোন। ভৈরবী মিশ্র। দাদরা। শ্রেণী: আগমনী। নজরুল ইন্সটিটিউট এর ২৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৫২. আনমনে জল নিতে ভাসিল গাগরী- রেকর্ড (১৯৩২) শিল্পী : মিস প্রভা। নজরুল ইন্সটিটিউট এর  ১৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৫৩. আনার কলি! আনার কলি! ২৩.৮.৪১ তারখে বেতারে পঞ্চাঙ্গনা গীতি আলেখ্যে শিল্পী - চিত্ত রায়, শৈলদেবী ও ইলা ঘোষ। হরফ- ৬ এবং নজরুল সুরলিপি ৮ম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৫৪. আনো আনো অমৃত বারি- রেকর্ড শিল্পী : শীতল ঘোষ। বৃন্দাবনী সারং। ত্রিতাল।

১৫৫. আনো সাকী শিরাজী - রেকর্ড (১৯৩২) শিল্পী : সুধীরা সেনগুপ্ত। ভৈরবী। সেতারখানি। শ্রেনী- ওমর খৈয়াম গীতি।

* আপনি রঙ্গিলা রাধা (অশুদ্ধ) / রঙিলা আপনি রাধা- গানটির ভিন্ন শিরোনাম। 

১৫৬. আবহায়াতের পানি দাও- রেকর্ড (১৯৪০) শিল্পী : পিয়ারু কাওয়াল। নজরুল ইন্সটিটিউট এর ৪৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৫৭. আবার কি এলো রে বাদল- রেকর্ড (১৯৪১) শিল্পী : নরেন চন্দ্র। রেকর্ডটি বাতিল হয়। জয় জয়ন্তী মিশ্র। ত্রিতাল। হরফ ২য় এবং হিন্দোল ৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৫৮. আবার কেন আগের মত- রেকর্ড (১৯৩৬) শিল্পী : নিভারানী সেন। স্বরলিপি হয়নি। 

১৫৯. আবার কেন বাতায়নে - রেকর্ড(১৯৩৫) শিল্পী ধীরেন দাস ও হরিমতী /গ্রামোফোন ক্লাব। নাটিকা : লায়লী মজনু।হিন্দোল ৪ হরফ ৪ এবং নজরুল ইন্সটিটিউট এর  ২০ তম খন্ডে স্বরলিপি হয়েছে।

১৬০. আবার জাগরে হলধর- রেকর্ড স্বরলিপি হয়নি। 

✘ আবার ফাগুন এসেছে ফিরিয়া- নজরুল নহে।

গীতিকার : সুরেন চক্রবর্তী। 

--- চলমান থাকবে ইনশাআল্লাহ। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ