কবি নজরুল ইন্সটিটিউট প্রণীত - আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত ও সংগৃহীত নজরুল সঙ্গীত এর তালিকা থেকে-
শিল্পী আব্বাসউদ্দীন আহমদ এর গানের তালিকা :
১. অনেক ছিল বলার (১৯৩৮)
২. ধর্মের পথে শহীদ যাহারা (১৯৩৫)
৩. গুনে গরিমায় আমাদের নারী (১৯৩৫)
৪. আমার যখন পথ ফুরাবে (১৯৪২)
৫. আসে বসন্ত ফুলবনে (১৯৩৩)
৬. আল্লা আমার প্রভূ (১৯৩৩)
৭. আল্লাজী গো আমি বুঝিনা (১৯৪০)
৮. ইসলামের ঐ সওদা লয়ে (১৯৩২)
৯. উঠুক তুফান পাপ দরিয়ায় (১৯৩৫)
১০. এ কোন মধুর শরাব দিলে (১৯৩৭)
১১. এলো আবার ঈদ ফিরে (১৯৩৫)
১২. ওগো মা ফাতেমা (১৯৩৬)
১৩. ও মন রমজানের ঐ রোজার শেষে (১৯৩২)
১৪. ওরে ও দরিয়ার মাঝি (১৯৩৬)
১৫. কুঁচ বরণ কন্যা রে তার (১৯৩২)
১৬. কোথায় তখত তাউস (১৯৩২)
১৭. খয়বর জয়ী আলী হায়দার (১৯৩৬)
১৮. খাতুনে জান্নাত ফাতেমা জননী (১৯৩৭)
১৯. এই সুন্দর ফুল সুন্দর ফল (১৯৩৯)
২০. খোদার প্রেমের শরাব পিয়ে (১৯৩৪)
২১. গুনে গরিমায় আমাদের নারী (১৯৩৫)
২২. চল রে কাবার জিয়ারতে (১৯৩৬)
২৩. জাগে না সে জোস লয়ে (১৯৩৪)
২৪. তওফিক দাও খোদা ইসলামে (১৯৩৪)
২৫. তুমি অনেক দিলে খোদা (১৯৪০)
২৬. তুমি আশা পুরাও খোদা (১৯৪০)
২৭. তোমার আকাশে উঠেছিনু চাঁদ (১৯৩৪)
২৮. তোরা দেখে যা আমিনা মায়ের কোলে (১৯৪৩)
২৯. তৌহিদের বান ডেকেছে (১৯৩৮)
৩০. ত্রাণ কর মওলা মদিনার (১৯৪৯)
৩১. ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ (১৯৩৫)
৩২. দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে (১৯৩২)
৩৩. দিন গেল মোর মায়ায় ভুলে (১৯৪০)
৩৪. দে জাকাত দে জাকাত তোরা (১৯৩৬)
৩৫. নদীর নাম সই অঞ্জনা (১৯৩২)
৩৬. নমো নম: নমো বাংলাদেশ মম (১৯৩২)
৩৭. বসিয়া নদী কূলে এলোচুলে (১৯৩৩)
৩৮. বহিছে সাহারায় শোকেরি লু হাওয়া (১৯৩৩)
৩৯. বিরহের গুল বাগে মোর (১৯৩২)
৪০. বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর (১৯৩৭)
৪১. ভারতের দুই নয়নতারা (ডুয়েট মৃকাঘোষ ১৯৩৮)
৪২. ভুলিতে পারিনে তাই (১৯৩২)
৪৩. ভএসে যায় হৃদয় আমার (১৯৩৭)
৪৪. ভোল লাজ ভোল গ্লানি (১৯৩২)
৪৫. মোহররমের চাঁদ এলো ঐ (১৯৩৩)
৪৬. যে আল্লার কথা শোনে (১৯৪১)
৪৭. লায়লী তোমার এসেছে ফিরিয়া (১৯৩৯)
৪৮. লায়লী! লায়লী! ভাঙিয়োনা ধ্যান (১৯৩৯)
৪৯. শহীদী ঈদগাহে দেখ আজ (১৯৩৩)
৫০. শো শোন ইয়া ইলাহি (১৯৩৬)
৫১. সাধ জাগে মনে পর জীবনে (১৯৩৪)
৫২. সাহারাতে ফুটলো রে রঙিন (১৯৩৪)
৫৩. সৈয়দে মক্কী মাদানী আমার নবী (১৯৩৩)
৫৪. স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা (১৯৩৬)
৫৫. হিন্দু আর মুসলিম মোরা (ডুয়েট মৃকাঘোষ ১৯৩৮)
৫৬. হে নামাজী আমার ঘরে নামাজ (১৯৩৬)
শুভকামনা সহ ধন্যবাদ সবাইকে।
0 মন্তব্যসমূহ