নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

চলুন প্রথমে জেনে নেই, শফিক আহমেদ গান কি, এটা কি নজরুল ও ক্লাসিকাল মিউজিক সম্পর্কিত চ্যানেল?

প্রেমে, ধর্মে, বিরহে, বিদ্রোহে, বিচ্ছেদে, উদ্দীপনায়, রোমাঞ্চকতাই, গজলে, গীত ও গীতিকায়, নারী, প্রকৃতি ও কীর্তনে কাজী নজরুল ইসলাম লিখিত নজরুলগীতি বা নজরুল সংগীত, নজরুল কোষ, নজরুল সঙ্গীত স্বরলিপি, নজরুল সাহিত্য, ছন্দ, সুর, তাল-লয়ের অপূর্ব ও সম্মিলিত নজরুল ও ক্লাসিকাল মিউজিক সম্পর্কিত চ্যানেলের নামই হলো YouTube@ShafiqueAhmedGaan

nazrul and classical music channel on youtube


YouTube চ্যানেল শফিক আহমেদ গান যেখানে দেশাত্মবোধক, ধর্মীয়, ক্লাসিক্যাল, বাঙালি জাতির কবি ও মিউজিক কম্পোজার নজরুল ইসলামের গান, সঙ্গীত অ্যালবাম আকারে আমি শফিক আহমেদ (নজরুল সঙ্গীত শিক্ষক, গবেষক ও পরিচালক সঙ্গীত বিদ্যা বীথি, পাবনা) আপনাদের উদ্দেশ্যে নিবেদন করলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুবিধ বৈচিত্র্যময় সঙ্গীত ভান্ডারের বিভিন্ন শ্রেণী বা পর্যায়ের মধ্যে অন্যতম কয়েকটি যেমন .স্বদেশ পর্যায়দেশাত্মবোধক  সংগ্রামী (উদ্দীপনামূলকগান। প্রেম  প্রকৃতির গান। ইসলামী  ভক্তিগীতি ( শ্যামা ভজন  কীর্তনপল্লীগীতি। বিবিধ গান।

বিস্তারিত পড়ুন শফিক আহমেদ গান পেজ থেকে

ধন্যবাদ,
শফিক আহমেদ:
নজরুল সংগীতশিল্পী, শিক্ষক ও পরিচালক
সংগীত বিদ্যা বীথি,
গোপালপুর শিশু শিক্ষা নিকেতন,
পাবনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ