চলুন প্রথমে জেনে নেই, শফিক আহমেদ গান কি, এটা কি নজরুল ও ক্লাসিকাল মিউজিক সম্পর্কিত চ্যানেল?
প্রেমে, ধর্মে, বিরহে, বিদ্রোহে, বিচ্ছেদে, উদ্দীপনায়, রোমাঞ্চকতাই, গজলে, গীত ও গীতিকায়, নারী, প্রকৃতি ও কীর্তনে কাজী নজরুল ইসলাম লিখিত নজরুলগীতি বা নজরুল সংগীত, নজরুল কোষ, নজরুল সঙ্গীত স্বরলিপি, নজরুল সাহিত্য, ছন্দ, সুর, তাল-লয়ের অপূর্ব ও সম্মিলিত নজরুল ও ক্লাসিকাল মিউজিক সম্পর্কিত চ্যানেলের নামই হলো YouTube@ShafiqueAhmedGaan
YouTube চ্যানেল শফিক আহমেদ গান যেখানে দেশাত্মবোধক, ধর্মীয়, ক্লাসিক্যাল, বাঙালি জাতির কবি ও মিউজিক কম্পোজার নজরুল ইসলামের গান, সঙ্গীত অ্যালবাম আকারে আমি শফিক আহমেদ (নজরুল সঙ্গীত শিক্ষক, গবেষক ও পরিচালক সঙ্গীত বিদ্যা বীথি, পাবনা) আপনাদের উদ্দেশ্যে নিবেদন করলাম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুবিধ বৈচিত্র্যময় সঙ্গীত ভান্ডারের বিভিন্ন শ্রেণী বা পর্যায়ের মধ্যে অন্যতম কয়েকটি যেমন ১.স্বদেশ পর্যায়- দেশাত্মবোধক ও সংগ্রামী (উদ্দীপনামূলক) গান। ২. প্রেম ও প্রকৃতির গান। ৩. ইসলামী ও ভক্তিগীতি ( শ্যামা ভজন ও কীর্তন) ৪. পল্লীগীতি। ৫. বিবিধ গান।
বিস্তারিত পড়ুন শফিক আহমেদ গান পেজ থেকে
ধন্যবাদ,
শফিক আহমেদ:
নজরুল সংগীতশিল্পী, শিক্ষক ও পরিচালক
সংগীত বিদ্যা বীথি,
গোপালপুর শিশু শিক্ষা নিকেতন,
পাবনা।
0 মন্তব্যসমূহ