নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

নজরুল সংগীত শিক্ষক শফিক আহমেদের স্বকণ্ঠে, আল্লাহ আমার প্রভু | তোরা দেখে যা, আমিনা | এই সুন্দর ফুল | আল্লাহতে যার পূর্ণ ঈমান

সঙ্গীত বিদ্যা বীথি পরিচালক, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিক্ষক, শফিক আহমেদ এর স্বকণ্ঠে নিম্নোক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর চারটি ইসলামিক বাংলা গজল/ইসলামিক নজরুল সংগীত:

১. আল্লাহ আমার প্রভু;

আল্লাহ আমার প্রভু
আমার নাহি নাহি ভয়
আল্লাহ আমার প্রভু
আমার নাহি নাহি ভয়
আমার নবী মোহাম্মদ
আমার নবী মোহাম্মদ
যাঁহার তারিফ জগতময়
আল্লাহ আমার প্রভু
আমার নাহি নাহি ভয়

২. তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে;

তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে


নজরুল সঙ্গীত শিক্ষক, শফিক আহমেদ এর স্বকণ্ঠে নিম্নোক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর চারটি ইসলামিক বাংলা গজল/ইসলামিক নজরুল সংগীত


৩. এই সুন্দর ফুল সুন্দর ফল;

এই সুন্দর ফুল সুন্দর ফল
মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানী।
শস্যশ্যামল ফসল ভরা
মাটির ডালিখানি খোদা

৪. আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান;

আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান।

কোথা সে আরিফ, অভেদ যাহার জীবন-মৃত্যু-জ্ঞান।

যাঁর মুখে শুনি তওহিদের কালাম


কাজী নজরুল ইসমালের চারটি ইসলামিক বাংলা গজল/ইসলামিক নজরুল সংগীত:

১. আল্লাহ আমার প্রভু ২. তোরা দেখে যা আমিনা মায়ের কোলে ৩. এই সুন্দর ফুল সুন্দর ফল ৪. আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান -- শিল্পী : শফিক উদ্দিন আহমেদ।

উপভোগ করতে ভিজিট করুন, Sound Cloud ও YouTube এবং অনুপ্রাণিত করতে মন্তব্য করুন


ধন্যবাদ,
শফিক আহমেদ:
নজরুল সংগীতশিল্পী, শিক্ষক ও পরিচালক
সংগীত বিদ্যা বীথি,
গোপালপুর শিশু শিক্ষা নিকেতন,
পাবনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ