
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭৩ তম পর্ব) : ~~~~~ শফিক উদ্দিন আহমেদ ~~~~~
Web.nazrulsangeet.com
৭৩১. ওরে অবোধ গরম জলে- রেকর্ড (১৯৩৬) শিল্পী : সিদ্ধেশ্বর মুখার্জি। নজরুল ইন্সটিটিউট এর ৫৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৭৩২. (ওরে) আজ ভারতের নব যাত্রা- রেকর্ড (১৯৩৪) শিল্পী : ধীরেন দাস। নজরুল ইন্সটিটিউট এর ৪৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৭৩৩. ওরে আজই না হয় (কালী কালী বলতে হবে)- রেকর্ড ( ১৯৩৯) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ৪৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৭৩৪. ওরে আমার চটি- রেকর্ড (১৯৩৪) শিল্পী : হরিদাস বন্দ্যোপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ৩০ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৭৩৫. ওরে আমার সোনা- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৭৩৬. ওরে আয় অশুচি- রেকর্ড (১৯৩৭) শিল্পী : বাংলার ছেলেমেয়ে। নজরুল ইন্সটিটিউট এর ২২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৭৩৭. ওরে আলয়ে আজ মহালয়া - রেকর্ড (১৯৩৫) শিল্পী : বাংলার ছেলেমেয়ে। নজরুল ইন্সটিটিউট এর ৪৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৭৩৮. ওরে এ কোন স্নেহ সুরধ্বনি - গ্রন্থ: ছায়ানট। রেকর্ড স্বরলিপি হয়নি।
* ওরে বনের ময়ূর (অশুদ্ধ) / বনের ময়ূর কোথায় পেলি- গানটির ভিন্ন শিরোনাম।
৭৩৯. ওরে ও চাঁদ উদয় হলি- রেকর্ড (১৯৩৯) শিল্পী : সিরাজুর রহমান। স্বরলিপি হয়নি।
✘ ওরে ও তরুলতা - নজরুল নহে।
গীতিকার : জলধর চট্টপাধ্যায়।
✘ ওরে ও চাঁদ বল মোরে- নজরুল নহে।
গীতিকার : গিরীণ চক্রবর্তী।
৭৪০. ওরে ও দরিয়ার মাঝি- রেকর্ড (১৯৩৬) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ