
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৪৫ তম পর্ব) :
---শফিক উদ্দিন আহমেদ।
Website. nazrulsangeet. com
৪৫১. ঈদোজ্জোহার চাঁদ হাসে ঐ- রেকর্ড (১৯৩৩) শিল্পী : মহম্মদ কাশেম। নজরুল ইন্সটিটিউট এর ৩৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪৫২. ঈদোজ্জোহার তকবির শোন - রেকর্ড (১৯৩৮) শিল্পী : মহম্মদ কাশেম ও মানিকমালা। স্বরলিপি হয়নি।
৪৫৩. ঈদের খুশির তুফানে আজ- রেকর্ড (১৯৩৭) সমবেত কন্ঠে- নাটিকা : ঈদল ফেতর। নজরুল ইন্সটিটিউট এর ১৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ ঈমান বাইন্দা রাখরে ঈমানদার - নজরুল নহে।
* গীতিকার : প্রাচীন অজ্ঞাত গীতিকার।
৪৫৪. উচাটন মন ঘরে রয়না- রেকর্ড (১৯৩৩) শিল্পী : রাজলক্ষ্মী (ছোট)। সুরলিপি তে স্বরলিপি হয়েছে।
৪৫৫. উচ্ছে নহে ঝিঙে নহে- রেকর্ড (১৯৩৬) শিল্পী : রঞ্জিত কুমার রায়। নজরুল ইন্সটিটিউট এর ৫১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪৫৬. উজান বাওয়ার গান গো এবার- গ্রন্থ : বুলবুল ২য় খন্ড। পান্ডুলিপিতে ঢাকা বেতারের জন্য নির্দেশিত।
রেকর্ড স্বরলিপি হয়নি।
৪৫৭. উঠ,উঠ,লক্ষ্মণ - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৪৫৮. উঠাও ডেরা এবার- রেকর্ড (১৯৪০) নাটিকা- বনের বেদে। কোরাস। স্বরলিপি হয়নি।
৪৫৯. উঠুক তুফান পাপ দরিয়ায়- রেকর্ড (১৯৩৫) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৫১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪৬০. উঠেছে কি চাঁদ সাঁঝ গগনে- রেকর্ড (১৯৩৪) শিল্পী : মিস লীলা। নজরুল ইন্সটিটিউট এর ৪৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* উদার ভারত (অশুদ্ধ) / উদার ভারতে সকল মানবে- গানটির ভিন্ন শিরোনাম।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ