
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৪৬ তম পর্ব) :
শফিক উদ্দিন আহমেদ।
Website. nazrulsangeet.com
৪৬১. উড়ে গেল উড়ে গেল ( চামচিকে)- রেকর্ড (১৯৪৩) শিল্পী : রঞ্জিত রায়। স্বরলিপি হয়নি।
৪৬২. উতল হলো শান্ত আকাশ- রেকর্ড (১৯৩৬) শিল্পী :মড কস্টেলো। নজরুল ইন্সটিটিউট এর ৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে।
৪৬৩. উত্তর দুয়ারে জাগে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৪৬৪. উত্তরীয় লুটায় আমার- গ্রন্থ : গানের মালা। হেমন্ত। তেওড়া। রেকর্ড স্বরলিপি হয়নি।
৪৬৫. উদার অম্বর দরবারে তোরই- রাগ- দরবারী টোড়ী। তিলওয়ারা। বেণুকায় স্বরলিপি হয়েছে।
৪৬৬. উদার প্রাতে কে উদাসী এলে- সূত্র: শৈল দেবীর গানের খাতা। রেকর্ড স্বরলিপি হয়নি।
৪৬৭. উদার ভারত সকল মানবে- রেকর্ড (১৯৩৩) শিল্পী : জ্ঞানেদ্রনাথ ঘোষ। কানাড়া মিশ্র। একতাল।
হরফ ১০ ম খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ ঊর্ধ্বে তুলিয়া বৈজয়ন্তী - নজরুল নহে।
* গীতিকার : সাবিত্রী প্রসন্ন চট্টপাধ্যায়।
* উর্ধ্ব গগনে বাজে মাদল- (অশুদ্ধ) / চল্ চল্ চল্ - গানটির ভিন্ন শিরোনাম।
৪৬৮. উপল নূড়ির কাকন চুড়ি - রেকর্ড (১৯৪২) শিল্পী : বীণা চৌধুরী। নজরুল ইন্সটিটিউট এর ১ম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪৬৯. উড়বে (উভরে) যৌবনকো কেঁও কর- হিন্দী। অপ্রকাশিত নজরুল হরফ।
* উমত ঝুমত লচকে কমর- (অশুদ্ধ) / উমত ঝুমত মচক কমর গানটির ভিন্ন শিরোনাম।
৪৭০. উমত ঝুমত মচক কমর - রেকর্ড (১৯৩৩) শিল্পী : মিস সরলা। স্বরলিপি হয়নি।
গানটি উদ্ধার করা সম্ভব হয়নি।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ