
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (২৭ তম পর্ব) : শফিক আহমেদ ( Shafique Ahmed Gaan)
২৭১. আমি কালি যদি পেতাম কালী- অপ্রকাশিত নজরুল - ১ম খন্ড। হরফ। রেকর্ড স্বরলিপি হয়নি।
২৭২. আমি কি সুখে লো গৃহে রবো- রেকর্ড (১৯৩০) আশ্চর্যময়ী দাসী, (১৯৩৭) হরেন চট্টপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ৩০ তম এবং নজরুল স্বরলিপিতে স্বরলিপি হয়েছে।
২৭৩. আমি কুন্তী, ভোজ কন্যা- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
২৭৪. আমি কূল ছেড়ে চলিলাম ভেসে- রেকর্ড (১৯৩৭) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ১১শ খন্ডে স্বরলিপি হয়েছে।
২৭৫. আমি কৃষ্ণ চূড়া হতাম যদি - মিশ্র গৌড় সারঙ।দাদরা। শ্রেণী: কীর্তন। রেকর্ড স্বরলিপি হয়নি।
২৭৬. আমি কেন হেরিলাম নব (কেন হেরিলাম)- রেকর্ড (১৯৩২) শিল্পী : আশ্চর্যময়ী দাসী। স্বরলিপি হয়নি।
২৭৭. আমি কেমন করে কোথায় পাব- রেকর্ড (১৯৩৭) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নাটিকা : বিল্বমঙ্গল। স্বরলিপি হয়নি।
২৭৮. আমি কোন পথে সখী- লেটো গান।
রেকর্ড স্বরলিপি হয়নি।
* আমি ক্ষ্যাপা বাউল (অশুদ্ধ) / আমি ভাই ক্ষ্যাপা বাউল - গানটির ভিন্ন শিরোনাম।
২৭৯. আমি গগন গহনে সন্ধ্যা তারা- রেকর্ড (১৯৪২) শিল্পী : ইলা ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ১ম খন্ডে স্বরলিপি হয়েছে।
২৮০. আমি গত জনমে হে প্রিয় - সূত্র: কমল দাশগুপ্ত এর খাতা। সংগ্রাহক : আসাদুল হক।
(নজরুল ইন্সটিটিউট পত্রিকা, ভাদ্র ১৩৯৪ ঢাকা)
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ