নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫৫ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫৫ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। web.nazrulsangeet.চম ৫৫১. এমন মধুর করে কি তোমারে কেউ ডেকেছিল আগে? আর কারো কাছে তব রুপ কিগো, এত সুন্দর লাগে?- গানটি অসম্পূর্ণ। রেকর্ড স্বরলিপি হয়নি। ✘ এমনি ফাগুন প্রিয়- নজরুল নহে। * গীতিকার : ইন্দ্র সেন। ✘ এমনি বরষা ছিল সেদিন- নজরুল নহে। * গীতিকার : প্রণব রায়। ৫৫২. এমনি মধুর ক্ষণে প্রিয়তম নাহি পাশে- সূত্র : নজরুল গীতি - অখণ্ড, হরফ। রেকর্ড স্বরলিপি হয়নি। * এয় মন গড়বড় ঝালে-(অশুদ্ধ) / এয়সন গড়বড় ঝালেওয়ানা- গানটির ভিন্ন শিরোনাম। ৫৫৩. এয়সন গড়বড় ঝালে ওয়ানা- (হিন্দি)। রেকর্ড স্বরলিপি হয়নি। ৫৫৪. এরি লাগি তপস্যা কি- নাটক : মধুমালা। রেকর্ড স্বরলিপি হয়নি। * এল নওল কিশোর (অশুদ্ধ) / এসো নওল কিশোর - গানটির ভিন্ন শিরোনাম। ✘ এল নন্দের নন্দন- নজরুল নহে। * গীতিকার : ধীরেন মুখোপাধ্যায়। ৫৫৫. এলে কি বধু ফুল ভবনে- গ্রন্থ: বনগীতি। পিলু।কার্ফা। রেকর্ড : মেগাফোন কোং এ শ্রীমতী রাজলক্ষ্মী ছোট - রেকর্ড করেছিলেন কিন্তু প্রকাশিত হয়নি। * এলে কি শ্যামল পিয়া (অশুদ্ধ) / ওগো এলে কি শ্যামল পিয়া - গানটির ভিন্ন শিরোনাম। ৫৫৬. এলে কি স্বপন মায়া- পত্রিকা : বর্ষবাণী।রেকর্ড স্বরলিপি হয়নি। * এলে কে মোর সাঁঝ গগনে- (অশুদ্ধ) / কেগো আমার সাঁঝ গগনে- গানটির ভিন্ন শিরোনাম। ৫৫৭. এলে তুমি কে,কে ওগো- রেকর্ড (১৯৩৬) শিল্পী : ইন্দু সেন ও রেণুবালা। নজরুল ইন্সটিটিউট এর ৫ম খন্ডে স্বরলিপি হয়েছে। * এলে বনান্তে- (অশুদ্ধ)/ এল ঐ বনান্তে- গানটির ভিন্ন শিরোনাম। * এলে মা আমার (অশুদ্ধ) / ওরে আলয়ে আজ মহালয়া - গানটির ভিন্ন শিরোনাম। ✘ এলে তুমি আজি রাতে- নজরুল নহে। হিন্দোল ৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে। * অন্য গীতিকার। ৫৫৮. এলো আবার ঈদ ফিরে- রেকর্ড (১৯৩৫) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩১ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৫৫৯. এলো ঈদল ফেতর এলো ঈদ ঈদ ঈদ - বেতার: নাটিকা - ঈদ। রেকর্ড স্বরলিপি হয়নি। * এলে কিগো/ এলে কেগো/ এলো কেগো চিরসাথী (অশুদ্ধ)/ তুমি এলে কেগো চিরসাথী - গানটির ভিন্ন শিরোনাম। * এলো এলো রে ঐ সুন্দর (অশুদ্ধ) / এলো এলো রে ঐ সুদূর বন্ধু - গানটির ভিন্ন শিরোনাম। ৫৬০. এলো এলো রে ঐ সুদূর বন্ধু এলো- রেকর্ড (১৯৩৫/১৯৩৭) শিল্পী : শ্রীমতী বীণাপানি/ সমবেত কন্ঠে। নজরুল ইন্সটিটিউট এর ২৯ এবং ৪৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ