শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (২৫ তম পর্ব) :
--- শফিক আহমেদ ( Shafique Ahmed Gaan)
* আমার শ্যামা বড় (অশুদ্ধ)/ শ্যামা বড় লাজুক- গানটির ভিন্ন শিরোনাম।
২৫১. আমার হৃদয় হবে রাঙাজবা- রেকর্ড (১৯৪৩) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ২২তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আমারি ধ্যানের ছবি (অশুদ্ধ) / আমার ধ্যানের ছবি- গানটির ভিন্ন শিরোনাম।
২৫২. আমারে কে আসতে বলেছে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
* আমারে কাঁদাও (অশুদ্ধ)/ তুমি আমারে কাঁদাও গানটির ভিন্ন শিরোনাম।
২৫৩. আমারে চরণে দিও ঠাঁই - নজরুল ইন্সটিটিউট এর ৫৬তম খন্ডে স্বরলিপি হয়েছে।
২৫৪. আমারে চোখ ইশারায় - রেকর্ড (১৯২৮) শিল্পী : কে মল্লিক। জৌনপুরী আশাবরী। কাহারবা। নজরুল স্বরলিপি এবং সুরলিপি ৫ম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আমারে দিবনা ভুলিতে (অশুদ্ধ) / আমি চিরতরে দূরে - গানটির ভিন্ন শিরোনাম।
২৫৫. আমারে ভাসালে অসীম- নাট্যগ্রন্থ : মধুমালা। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ আমারে ভুলিয়া বন্ধু- নজরুল সঙ্গীত নহে।
গীতিকার : গিরীণ চক্রবর্তী।
২৫৬. আমারে ভুলেছ বলে- হরফ প্রকাশনীর ৮ম খন্ডে স্বরলিপি হয়েছে।
২৫৭. আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও- পত্রিকা : জাগরণ, অক্টোবর ১৯৪১। শ্রেণী: মুনাজাত। রেকর্ড স্বরলিপি হয়নি।
২৫৮. আমি অগ্নিশিখা মোরে- গ্রন্থ: দোলন-চাঁপা। রেকর্ড স্বরলিপি হয়নি।
২৫৯. আমি অলস উদাস আনমনা- গ্রন্থ : গানের মালা। মিশ্র মালবশ্রী। দাদরা। কলকাতা বেতার কেন্দ্রে ১৫.১০.১৯৩৯ তারিখে- পারুল সেন গানটি গেয়েছিলেন। রেকর্ড স্বরলিপি হয়নি।
২৬০. আমি আছি বলে দুখ পাও- রেকর্ড (১৯৫০) শিল্পী: ধনঞ্জয় ভট্টাচার্য। হরফ প্রকাশনীর ৭ম খন্ডে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ