নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান


 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (২৪ তম পর্ব) :

শফিক আহমেদ ( Shafique Ahmed Gaan) 

২৪১. আমার সকলি হরেছ হরি- রেকর্ড (১৯৩২)টি প্রকাশিত হয়নি। গ্রন্থ : চন্দ্রবিন্দু। রাগ: আশাবরী। নজরুল স্বরলিপি ১ম সংস্করণ এ স্বরলিপি হয়েছে। 

* আমার সাম্পান যাত্রী না লয় (অশুদ্ধ) / ও ভাই আমার সাম্পান- গানটির ভিন্ন শিরোনাম। 

২৪২. আমার সারা জনম কেঁদে গেল- গ্রন্থ : অপ্রকাশিত নজরুল ১ম খন্ড হরফ। শ্রেণী: ভজন। রেকর্ড স্বরলিপি হয়নি। 

২৪৩. আমার সুরের ঝর্নাধারায়- পত্রিকা : বুলবুল,কার্তিক, ১৩৪৪। রেকর্ড স্বরলিপি হয়নি। 

২৪৪. আমার সোনার হিন্দুস্তান - রেকর্ড (১৯৩৩) শিল্পী : জ্ঞানেন্দ্রনাথ ঘোষ। পাহাড়ী মিশ্র। কার্ফা। স্বরলিপি হয়নি। 

বি: দ্র: রেকর্ড বুলেটিনে গীতিকার হিসেবে * তুলসী লাহিড়ী র নাম উল্লেখিত। 

২৪৫. আমার হরি নামে রুচি- রেকর্ড (১৯৩২) শিল্পী : হরিদাস বন্দ্যোপাধ্যায়। হরফ- ৬ষ্ঠ খন্ডে স্বরলিপি হয়েছে। 

২৪৬. আমার হাতে কালি মুখে কালি- রেকর্ড (১৯৪২) শিল্পী : কে মল্লিক। নজরুল ইন্সটিটিউট এর ২৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

২৪৭. আমার হৃদয় অধিক রাঙা- রেকর্ড (১৯৩৮) শিল্পী : জিতেন চক্রবর্তী। নজরুল ইন্সটিটিউট এর ২২তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

২৪৮. আমার হৃদয় বৃন্দাবনে- মীরাবাঈ নাটক। নজরুল ইন্সটিটিউট এর ৫৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

২৪৯. আমার হৃদয় মন্দিরে- রেকর্ড (১৯৩৫) শিল্পী : ধীরেন দাস। নজরুল ইন্সটিটিউট এর ৩৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

২৫০. আমার হৃদয় শ্যামাদানে- রেকর্ড (১৯৩৯) শিল্পী : সিরাজুর রহমান।  এবং (১৯৪৯) মফিজুল ইসলাম। স্বরলিপি হয়নি। 

-- চলমান থাকবে ইনশাআল্লাহ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ