শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (২২ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ (Shafique Ahmed Gaan)
২২১. আমার বুকের ভেতর (আগুন আগুন! ওরে না,না)- রেকর্ড (১৯৩৪) শিল্পী : হরিদাস বন্দ্যোপাধ্যায়। ভৈরবী। দাদরা। হরফ ১১শ ও নজরুল ইন্সটিটিউট এর ২৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আমার বীণার মুর্চ্ছনাতে (অশুদ্ধ) / তোমার বীণার মুর্চ্ছনাতে - গানের ভিন্ন শিরোনাম।
২২২. আমার ভবের অভাব লয় হয়েছে (মা, আমার)- রেকর্ড (১৯৪০) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ১৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
২২৩. আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে - রেকর্ড (১৯৩৪) শিল্পী : নিমাইচরণ চক্রবর্তী। ভাটিয়ালী। কার্ফা। স্বরলিপি হয়নি।
২২৪. আমার ভিজে গেল আঁচল খানি- লেটো গান।
রেকর্ড স্বরলিপি হয়নি।
২২৫. আমার ভুবন কান পেতে রয়- রেকর্ড (১৯৪৫) শিল্পী : যুথিকা রায়। নজরুল ইন্সটিটিউট এর ২৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
২২৬. আমার মন যারে চায়- গ্রন্থ: গীতিমাল্য। শ্রেণী: বাউল।রেকর্ড স্বরলিপি হয়নি।
২২৭. আমার মনের বেদনা - রেকর্ড (১৯৭৭) শিল্পী : দীপালী তালুকদার। স্বরলিপি হয়নি।
২২৮. আমার মা আছেরে সকল নামে- রেকর্ড (১৯৪১) শিল্পী : ইলা ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ৪৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* গোপাল সুন্দরী (অশুদ্ধ) / আমার মা যে গোপাল সুন্দরী - গানের ভিন্ন শিরোনাম।
২২৯. আমার মা যে গোপাল সুন্দরী - রেকর্ড (১৯৪০) শিল্পী : ভবানী দাস। নজরুল ইন্সটিটিউট এর ৩৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
২৩০. আমার মানস বনে ফুটেছে রে- রেকর্ড (১৯৩৮) শিল্পী : গিরীণ চক্রবর্তী। হরফ অখন্ডে স্বরলিপি হয়েছে।
-- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ