শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১৭ পর্ব):
--- শফিক উদ্দিন আহমেদ ( Shafique Ahmed Gaan)
১৬১. আবার ভালোবাসার সাধ জাগে- রেকর্ড - শৈলেন দাস। হিন্দোল ৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ আবার যেন তোমায় ফিরে পাই- নজরুল নহে।
গীতিকার - প্রণব রায়।
১৬২. আবার শ্রাবণ এলো ফিরে- রেকর্ড (১৯৩৮) শিল্পী : বীণা দত্ত ও ভক্তিরঞ্জন রায়। নজরুল ইন্সটিটিউট এর ১২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১৬৩. আব্বা গেছেন হজ্ব করতে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
১৬৪. আবির রাঙা আভীরা নারীর ( কৃষ্ণ কানাই খেলে) - রেকর্ড (১৯৩৪) শিল্পী : আশ্চর্যময়ী দাসী। স্বরলিপি হয়নি।
✘ আবেশ আমার যায় উড়ে- নজরুল নহে।
গীতিকার - সুবোধ পুরকায়স্থ।
১৬৫. আবু আর হাবু দুই ভায়ে- রেকর্ড - হরিদাস ব্যানার্জি। স্বরলিপি হয়নি।
* আবু হাবু সংবাদ - (অশুদ্ধ)/ আবু হাবু দুই ভায়ে - গানটির ভিন্ন শিরোনাম।
* আম কুড়ানো খেলা (অশুদ্ধ) / বন্ধু আজো মনে রে পড়ে - গানটির ভিন্ন শিরোনাম।
* আমরা কলগীতি চলচঞ্চল- তথ্যহীন।
১৬৬. আমরা নীচে পড়ে রইবনা আর- গ্রন্থ : সর্বহারা। পত্রিকা : লাঙ্গল। ৪ চৈত্র ১৩৩২। শিরোনাম - জেলেদের গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
* আমরা কেমন সুখী ( অশুদ্ধ) / জংলা মায়ের জংলী খোকাখুকী- গানটির ভিন্ন শিরোনাম।
* আমরা চটক ভালো// আমরা চাতক দল// আমরা চায়ের পিয়াসী/ আমায় চোখে চাতক (অশুদ্ধ) / চায়ের পিয়াসী পিপাসিত চিত - গানটির ভিন্ন শিরোনাম।
১৬৭. আমরা পানের নেশায় পাগল- গ্রন্থ : নজরুল গীতিকা। বাগেশ্রী কাফী। কাহারবা। গজল ( দীওয়ানী হাফিজ গীতি) রেকর্ড স্বরলিপি হয়নি।
১৬৮. আমরা বনের পাখি - নাটক : মধুমালা। রেকর্ড স্বরলিপি হয়নি।
* আমরা বাঙ্গালী বাবু (অশুদ্ধ)/ ওগো আমরা বাঙ্গালী বাবু গানটির ভিন্ন শিরোনাম।
* আমরা যারা আশ্রিত নাথ (অশুদ্ধ) / আমার যারা আশ্রিত নাথ - গানটির ভিন্ন শিরোনাম।
১৬৯. আমরা যে ভাই বানর মারা- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
১৭০. আমরা যে ভাই হনুমারা- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
১৭১. আমরা শক্তি আমরা বল - রেকর্ড (১৯৫১) শিল্পী : গৌরী কেদার & পার্টি। সুরমুকুর ও নজরুল ইন্সটিটিউট এর ৪০ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আমরা সেই সে জাতি (অশুদ্ধ) / ধর্মের পথে শহীদ যাহারা- গানটির ভিন্ন শিরোনাম।
১৭২. আমরা স্বপন বিহারিণী - গানটির সন্ধান পাওয়া যায়নি।
* আমার আছে এককানি (অশুদ্ধ)/ আমার আছে এই ক'খানি- গানটির ভিন্ন শিরোনাম।
✘ আমার আর কোন গুন নেই মা- নজরুল নহে।
গীতিকার : সুনীল ঘোষ।
✘ আমার এ ভালোবাসা - নজরুল নহে।
গীতিকার : সুবোধ পুরকায়স্থ।
১৭৩. আমাদের জমির মাটি ঘরের বেটি- "চাষার গান"। রেকর্ড স্বরলিপি হয়নি।
* আমাদের নারী (অশুদ্ধ) / গুনে গরিমায় আমাদের নারী - গানটির ভিন্ন শিরোনাম।
১৭৪. আমাদের ভালো কর হে ভগবান - গ্রন্থ: সঞ্চয়ন। শিরোনাম - প্রার্থনা। রেকর্ড স্বরলিপি হয়নি।
* আমার ঋণের বোঝা (অশুদ্ধ) / ওমা দু:খ অভাব ঋণ যত মোর- গানটির ভিন্ন শিরোনাম।
১৭৫. আমায় আঘাত যত হানবি ( আমায় দু:খ যত/ মোরে আঘাত যত)- রেকর্ড (১৯৩৯) শিল্পী : মতিলাল দত্ত। হরফ১ম খন্ডে স্বরলিপি হয়েছে।
১৭৬. আমায় আর কতদিন মহামায়া- রেকর্ড (১৯৩৫) শিল্পী : কালী বর্মন। নজরুল ইন্সটিটিউট এর ৪৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১৭৭. আমায় উপায় বলো লো ললিতে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
* আমায় দু:খ যত দিবি (অশুদ্ধ) / আমায় আঘাত যত হানবি - গানটির ভিন্ন শিরোনাম।
১৭৮. আমায় নহে গো ভালোবাস শুধু- রেকর্ড (১৯৪২) শিল্পী : সন্তোষ সেনগুপ্ত। নজরুল ইন্সটিটিউট এর ৩২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আমায় ফিরিয়ে দেমা (অশুদ্ধ)/ ফিরিয়ে দে মা ফিরিয়ে দে গো -গানটির ভিন্ন শিরোনাম।
১৭৯. আমায় যারা ঘিরে আছে- গ্রন্থ: অপ্রকাশিত নজরুল ১ম খন্ড হরফ। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ আমায় বোলনা ভুলিতে - নজরুল নহে।
গীতিকার : তুলসী লাহিড়ী।
* আমায় রাখিও না (অশুদ্ধ) / আমায় চাখিস নে আর ধরে- গানটির ভিন্ন শিরোনাম।
* আমায় মুক্তি নিয়ে কি হবে (অশুদ্ধ) / আমার মুক্তি নিয়ে কি হবে - গানটির ভিন্ন শিরোনাম।
১৮০. আমায় যারা দেয় মা ব্যথা- রেকর্ড (১৯৩৬) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ৩৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ