শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১২ তম পর্ব):
শফিক উদ্দিন আহমেদ ( Shafique Ahmed Gaan)
১০১. আজকে সাদী বাদশাজাদীর- রেকর্ড (১৯৩৫) শিল্পী : ইন্দুবালা। হরফ- ৪র্থ ও নজরুল ইন্সটিটিউট এর ১৭তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০২. আজকে হোরী ও নাগরী- রেকর্ড (১৯৩৩) শিল্পী : হরিদাস বন্দ্যোপাধ্যায়। হরফ- ৯,১৩ ও নজরুল ইন্সটিটিউট এর ১৮তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আজ অলি ব্যাকুল (অশুদ্ধ)/ আজি অলি ব্যাকুল - গানটির ভিন্ন শিরোনাম।
১০৩. আজি অলি ব্যাকুল ওই- রেকর্ড (১৯৩২) শিল্পী : ধীরেন দাস (১ম ও ২য় অংশ)।
১০৪. আজি আকাশ মধুর - রেকর্ড (১৯৩৬) শিল্পী : গিরীণ চক্রবর্তী। নজরুল ইন্সটিটিউট এর ৪৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আজি আনন্দে ডাকো- হেমনলিনী। (অজ্ঞাত)।
১০৫. আজি আল কোরায়শী প্রিয় নবী - রেকর্ড (১৯৩৭) শিল্পী : আব্দুল লতিফ এন্ড পার্টি। নজরুল ইন্সটিটিউট এর ১৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০৬. আজি ঈদ ঈদ ঈদ (আজ এলো খুশীর ঈদ) - রেকর্ড (১৯৩৮) শিল্পী : মহম্মদ কাশেম এন্ড পার্টি। স্বরলিপি হয়নি।
১০৭. আজি এ কুসুম হার- রেকর্ড - সিদ্ধেশ্বুর মুখার্জি। সিন্ধু কাফী খাম্বাজ। যৎ তাল। টপ্পা শ্রেণির।
১০৮. আজি এ বাদল দিনে- রেকর্ড (১৯৩৫) শিল্পী : শ্রীমতী পারুল। সুর- জ্ঞান দত্ত।
✘ আজি এ শারদ রাতে- রেকর্ড: মিস মানিক মালা। নজরুল সঙ্গীত নহে। * গীতিকার : কানাইলাল বন্দ্যোপাধ্যায়।
১০৯. আজি এ শ্রাবণ নিশি কাটে কেমনে- রেকর্ড হয়নি। নজরুল স্বরলিপি তে স্বরলিপি হয়েছে। বি:দ্র: সুর নির্দেশ- মিয়াকি মল্লার- থাকলেও অন্যান্য রাগেরও মিশ্রণ ঘটেছে।
* আজি কুমকুম ফাগে (অশুদ্ধ)/ কুমকুম আবীর ফাগের - গানের ভিন্ন শিরোনাম।
১১০. আজি কুসুম দীপালি জ্বলিছে বনে- রেকর্ড (১৯৩৩) শিল্পী : কুমারী মীরা দেবী। হরফ-৪র্থ এবং নজরুল ইন্সটিটিউট এর ৪২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আজি কোথায় তখত তাউস (অশুদ্ধ)/ কোথায় তখত তাউস - গানটির ভিন্ন শিরোনাম।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ