নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান


 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১০ম পর্ব):

----শফিক উদ্দিন আহমেদ। Shafique Ahmed Gaan

৮১. আজ না চাওয়া পথ দিয়ে- মহাত্না গান্ধীর হুগলী আগমন উপলক্ষে রচিত। রেকর্ড, স্বরলিপি হয়নি। 

* আজ নাই কিছু মোর- অশুদ্ধ/ আজি নাহি কিছু মোর গানটির ভিন্ন শিরোনাম। 

৮২. আজ নিশীথে অভিসার- রেকর্ড (১৯৩৪) শিল্পী : হরিমতী। হরফ-৯ম এবং নজরুল ইন্সটিটিউট এর ২৭তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

৮৩. আজ প্রভাতে বাহির পথে- রেকর্ড (১৯৩৩) শিল্পী : নিমাইচন্দ্র চক্রবর্তী। স্বরলিপি হয়নি। 

* আজ বন উপবনে- অশুদ্ধ/ আজ বন উপবনমে - গানটির ভিন্ন শিরোনাম। 

৮৪. আজ বন উপবনমে- রেক(১৯৩৭) শিল্পী : কুমারী আভা সরকার। নজরুল ইন্সটিটিউট এর ৪৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

৮৫. আজ বাদল ঝরে (আজি)- রেকর্ড (১৯৩২) শিল্পী : ইন্দুবালা - ১ম ও ২য় অংশ। সুরমুকুর ও নজরুল ইন্সটিটিউট এর ২৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

৮৬. আজ বাদে কাল আসবে কিনা- ভুপালী মিশ্র/ কাহারবা।  গজল (ওমর খৈয়াম গীতিকা)। রেকর্ড, স্বরলিপি হয়নি। 

৮৭. আজ ভারত ভাগ্য বিধাতার- গ্রন্থ- বিশের বাঁশি। রেকর্ড, স্বরলিপি হয়নি। 

* আজ ভারতের নব যাত্রা- অশুদ্ধ/ ওরে আজ ভারতের - গানটির ভিন্ন শিরোনাম। 

৮৮. আজ ভারতের নব আগমনী- রেকর্ড (১৯৩২) শিল্পী : ধীরেন দাস। ভৈরবী / দাদরা। নজরুল ইন্সটিটিউট এর ২১তম  খন্ডে স্বরলিপি হয়েছে। 

✘ * আজ ভোরে মোর ঘুম ভাঙ্গালে- নজরুল নহে। 

গীতিকার : ধীরেন মুখোপাধ্যায়। 

৮৯. আজ মরু পারের- অশুদ্ধ/ আয় মরু পারের হাওয়া- গানটির ভিন্ন শিরোনাম। 

✘ * আজ মধুওবনে চাঁদের মেলা- নজরুল নহে।

✘* আজ ভারত রানী অভিমানে- রেকর্ড - ইন্দু সেন। নজরুল নহে। 

গীতিকার : অজ্ঞাত।

গীতিকার : প্রণব রায়। 

৯০. আজ লাচনের লেগেছে যে গাঁদি- রেকর্ড (১৯৩২) শিল্পী : হরিপদ বন্দ্যোপাধ্যায়। স্বরলিপি হয়নি। 

--- চলমান থাকবে ইনশাআল্লাহ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ