নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

আনন্দ রে আনন্দ - নজরুল সঙ্গীত। রেকর্ড (১৯৩৪) শিল্পী : বাংলার ছেলেমেয়ে। YouTube. Shafique Ahmed Gaan. Website. nazrulsangeet. com


 রাগ- ভৈরবী মিশ্র। তাল: দাদরা

আনন্দ রে আনন্দ, আনন্দ আনন্দ,

দশ হাতে ঐ দশ দিকে মা ছড়িয়ে এলো আনন্দ।

ঘরে ফেরার বাজলো বাঁশি, বইছে বাতাস সুমন্দ।।

আমার মায়ের মুখে হাসি, শরত-আলোর কিরণরাশি,

কমল বনে উঠছে ভাসি, মায়ের গায়ের সুগন্ধ।।

উঠলো বেজে দিগ্বিদিকে ছুটির মাদল মৃদঙ্গ,

মনের আজি নাই ঠিকানা, যেন বনের কুরঙ্গ।

দেশান্তরী ছেলেমেয়ে, মায়ের কোলে এলো ধেয়ে,

শিশির নীরে এলো নেয়ে স্নিগ্ধ অকাল বসন্ত।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ