নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান



 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭ম পর্ব): 

৷৷৷৷৷৷৷৷৷৷৷  শফিক উদ্দিন আহমেদ ৷৷৷৷৷৷৷৷৷৷  

শুদ্ধ নজরুল সঙ্গীত - প্রসঙ্গ বা কথাটির প্রথমেই স্মরণ হয়ে থাকে বিভিন্ন সময় যাবৎ সংঘটিত ও প্রচলিত নজরুল সঙ্গীত এর অশুদ্ধ বিষয়াদির কথা। কবি নজরুল এর সুস্থাবস্থায় প্রকাশিত রেকর্ড স্বরলিপি সহ প্রমিত সুর বাণী থেকে বিচ্যুত হয়ে পরবর্তীতে বিভিন্ন অশুদ্ধতার সৃষ্টি ও প্রচলন হয়েছে। সংখ্যা বৃদ্ধি বা বিভিন্ন কারণে ভিন্ন ভিন্ন শিরোনাম এর প্রচলন হয়েছে। এমনকি যাহা নজরুল সঙ্গীতই নহে এমন অন্যান্য অনেক গীতিকার এর গান নজরুল সঙ্গীত হিসেবে প্রচলিত হয়েছিল। নজরুল সঙ্গীত গবেষক বৃন্দের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় সে সমস্ত অশুদ্ধতার অনেকটাই নিরসনের মাধ্যমে শুদ্ধ নজরুল সঙ্গীত এর ভান্ডার বর্তমানে অনেক সমৃদ্ধ রুপ পরিগ্রহ করতে সক্ষম হয়েছে। তন্মধ্যে কবি নজরুল ইন্সটিটিউট প্রণিত  - নজরুল সঙ্গীত সংগ্রহ গ্রন্থটি উল্লেখযোগ্য। কারণ সর্বোস্তরের কাঙ্ক্ষিত অখণ্ড তথা শুদ্ধ নজরুল সঙ্গীত এর তালিকা স্বরুপ আরও পরিমার্জন সাপেক্ষে গ্রন্থটির সূচীপত্র অনুসৃত হতে পারে। (গীতবিতান এর ন্যায়)। পাশাপাশি প্রচলিত বিভিন্ন শিরোনাম তথা শুদ্ধ অশুদ্ধ নিরুপন বা অনুসন্ধানেই ধারাবাহিক ভাবে - শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান -- প্রয়াস। 

(৭ম পর্ব):

* আকাশে মধুর বাতাসে/ আজি আকাশ মধুর - গানটির ভিন্ন শিরোনাম। 

* আকুল ব্যাকুল/ য়্যাকুল ব্যাকুল - এর ভিন্ন শিরোনাম। 

৫৩. আঁখি ঘুম ঘুম ঘুম- রেকর্ড(১৯৩৪) শিল্পী :মিস প্রভা। নজরুল ইন্সটিটিউট এর ২১তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* আঁখিতে আঁখিতে / যবে আঁখিতে আঁখিতে - গানটির ভিন্ন শিরোনাম। 

৫৪. আঁখি তোল আঁখি তোলনা- রেকর্ড (১৯৩৫) শিল্পী : পারুল সেন। নজরুল ইন্সটিটিউট এর ২৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

৫৫. আঁখি পাতা ঘুমে- রেকর্ড (১৯৪১) শিল্পী : দীপালি তালুকদার। * স্বরলিপি হয়নি। 

৫৬. আঁখি বারি আঁখিতে থাক- রেকর্ড শিল্পী : শ্রীমতী দুর্গা। * স্বরলিপি হয়নি। 

৫৭. আঁচলে হংস মিথুন আঁকা- ভৈরবী। কার্ফা। * স্বরলিপি হয়নি। 

৫৮. আঁধার ঘরের আলো ও কালো- *স্বরলিপি হয়নি।

৫৯. আঁধার ভীত এ চিত যাচে- রেকর্ড (১৯৩৬) শিল্পী ; বাংলার ছেলেমেয়ে ( ধীরেন দাস ও সিদ্ধেশ্বর মুখার্জি)। বেণুকা গ্রন্থে স্বরলিপি হয়েছে। 

৬০. আঁধার মনের মিনারে মোর- রেকর্ড শিল্পী : ফুল মোহাম্মদ। নজরুল ইন্সটিটিউট এর ২০ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

--- চলমান থাকবে ইনশাআল্লাহ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ