নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান



 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান- (৬ষ্ঠ পর্ব): ৷৷৷৷৷৷৷৷৷৷ ৷৷ ৷৷৷৷৷৷৷৷ ৷৷৷৷৷  --- শফিক উদ্দিন আহমেদ --- ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ 

৪৩. অশোক কাননে আমি- (লেটো গান)

৪৪. অশ্রু বাদল করেছিনু মোরা- নজরুলের হারানো গানের খাতা। যোগিয়া/দাদরা। রেকর্ড /স্বরলিপি হয়নি।

৪৫. অসীম আকাশ হাতরে ফিরি- রেকর্ড - জ্ঞান ঘোষ। অপ্রচলিত। শ্রেনী- বাউল। স্বরলিপি হয়নি। 

৪৬. অসীম বেদনায় কাঁদে- রেকর্ড (১৯৩৭) শিল্পী : মুসলিম বন্ধুদ্বয়। স্বরলিপি হয়নি। 

* অসীম রুপ সিন্ধু তীরে- / মায়ের অসীম রুপ সিন্ধু গানটির ভিন্ন শিরোনাম। 

* অসুরের খলকোলাহলে এসো- তথ্যহীন। সম্ভবত কবিতা। বাংলা একাডেমির রচনাবলী অন্তর্ভুক্ত। 

৪৭. অসুর বাড়ির ফেরৎ এমা- রেকর্ড (১৯৩৩) শিল্পী : মাষ্টার কমল (কমল দাস গুপ্ত)। নজরুল ইন্সটিটিউট এর ৪৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* অস্তাচলে গেল রবি- (মনোরঞ্জন সেন) বিষদ তথ্যহীন। 

* অহংকারের মূল কেটে দে / আমার অহংকারের - গানটির ভিন্ন শিরোনাম। 

৪৮. আ' মেরে সঙ্গ আ- মঙ্গল গা- লেটো ( হিন্দী) গান। অপ্রকাশিত নজরুল ১ম খন্ড হরফ।

* অক্ষয় হোক তোমার নভে- বিষদ তথ্যহীন। 

৪৯. আইলো, আই সতীনরা- লেটো গান। 

৫০. আও আও সজনী- রেকর্ড (১৯৩৮) জন্মাষ্টমী হিন্দি রেকর্ড নাটিকা। নজরুল ইন্সটিটিউট এর ৫৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

৫১. আও চঞ্চল শ্যামল কিশোর- হিন্দী। এইচ এম ভি ২৮.৪.১৯৩৮ চুক্তির অন্তর্ভুক্ত। 

৫২. আও জীবন মরণ সাথী - রাগ- নাগসরাবলী। রেকর্ড (১৯৩৭) শিল্পী : গিরীণ চক্রবর্তী। নজরুল ইন্সটিটিউট এর ৩৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* আঁকি গো ছবি মনেরই পাতে- নজরুল সঙ্গীত নহে। *গীতিকার - জিতেন মিত্র।

---চলমান থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ