শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫ম পর্ব):
------------শফিক উদ্দিন আহমেদ------------
* অবতার হও ভূপালীতে প্রভু- (তথ্যহীন)
৩৩. অভি নিশি রহি নজাও- (হিন্দী) অপ্রকাশিত নজরুল ১ম খন্ড। স্বরলিপি হয়নি।
* অভি মিলা বহা হাওয়ামে প্রলাপ। নজরুল সঙ্গীত কোষ এর অতিরিক্ত তালিকাভুক্ত।(বিষদ তথ্যহীন)।
৩৪. অমন করে হাসিসনে আর (তুই পোড়ার মুখে)- রেকর্ড (মার্চ ১৯৩৯)শিল্পী - কে. মল্লিক। নজরুল ইন্সটিটিউট এর ৩৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৩৫. অমর কানন মোদের- বেহাগ-খাম্বাজ / কাওয়ালী
স্বরলিপি হয়নি।
৩৬. অ-মা তোমার বাবার নাকে (খাদু দাদু)। রেকর্ড শিল্পী শিশুমঙ্গল সমিতি। (আশ্চর্যময়ী দাসী ও অন্যান্য)। নজরুল ইন্সটিটিউট এর ৪৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৩৭. অম্বরে মেঘ-মৃদঙ বাজে- রেকর্ড (জুলাই ১৯৩৪) শিল্পী : শংকর মিশ্র (কে. মল্লিক)। সিন্ধু/ তেওড়া।
৩৮. অয়ি চঞ্চল লীলায়িত দেহা- ২টি রেকর্ড ১. কু. শেফালী দাস(জানুয়ারি ১৯৩৭) ২. মনোরঞ্জন চৌধুরী (জুন১৯৪৮) সাহানা-বাহার/কাওয়ালী। নজরুল ইন্সটিটিউট এর ১৭ এবং ৫৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৩৯. অরুণ কিরণ সুধা-স্রোতে- অপ্রকাশিত নজরুল ১ম খন্ড। রাগ- কুকুভ বিলাবল। স্বরলিপি হয়নি।
* অরুণ কিরণে/অরুণে কিরণে হেরি মা - (সম্ভবত কবিতা)
* অলি ব্যাকুল ঐ / আজি অলি ব্যাকুল গানটির ভিন্ন শিরোনাম।
৪০. অরুণ কান্তি কে গো যোগী ভিখারী- ৮.১০.১৯৩৯ তারিখে প্রচারিত হারামনী অনুষ্ঠানের ১ম গান। রাগ- আহীর ভৈরব / ত্রিতাল। অখন্ড(হরফ) স্বরলিপি এবং হরফ ৩য় খন্ডে স্বরলিপি হয়েছে।
৪১. অরুণ রাঙা গোলাপ কলি- হরফ ৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে।
* অশান্ত ধারায় ঝর ঝর- (বিষদ তথ্যহীন)।
* অশ্রু বাদল করেছিনু- নজরুল ইন্সটিটিউট থেকে জুন১৯৯৭ এ প্রকাশিত " নজরুলের হারানো গানের খাতা" য় যোগিয়া/ দাদরা হিসেবে উল্লেখিত ।
৪২. অশিব শক্তি হতে হে শংকর - অন্নপূর্ণা নাট্য গ্রন্থ। স্বরলিপি হয়নি।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।
0 মন্তব্যসমূহ