নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধানে (৪র্থ পর্ব): শফিক উদ্দিন আহমেদ। Shafique Ahmed Gaan.


 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধানে (৪র্থ পর্ব):

২২. অন্তরে তুমি আছ চিরদিন - রেকর্ড (১৯৩৫) শিল্পী : আঙ্গুরবালা। নজরুল ইন্সটিটিউট এর স্বরলিপি - ২য় খন্ড, হরফ প্রকাশনী - ৪র্থ খন্ড। কামোদ মিশ্র/ একতাল।

২৩. অন্তরে তুমি আছ, প্রেমময় ওহে হরি - চলচ্চিত্র "ধ্রুব"। নজরুল সঙ্গীত সংগ্রহ ৩০৯৪ নং। স্বরলিপি প্রকাশিত হয়নি। 

২৪. অন্তরে প্রেমের দ্বীপ জ্বলে যার- গ্রন্থ: সন্ধ্যামালতী। স্বরলিপি প্রকাশিত হয়নি। 

২৫. অন্ধকারে এসে তুমি- রেকর্ড (১৯৪০) শিল্পী : গৌরী দাসগুপ্ত। স্বরলিপি প্রকাশিত হয়নি। 

২৬. অন্ধকারে দেখাও আলো - কৃষ্ণসখা সুদামা রেকর্ড (১৯৩৪) নাটিকা। স্বরলিপি প্রকাশিত হয়নি।

* অন্ধকারের এলোকেশ (অশুদ্ধ)/ আঁধারের এলোকেশ  গানটির ভিন্ন শিরোনাম। 

২৭. অন্ধকারের তীর্থপথে- রেকর্ড (১৯৩৫) শিল্পী : জগন্নাথ মুখার্জি। নজরুল ইন্সটিটিউট এর ৪৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।

২৮. অন্নপূর্ণা মা এসেছে- রেকর্ড (১৯৩৬) শিল্পী : মুকুল জ্যোতি ও অন্যান্য।  নজরুল ইন্সটিটিউট এর ৩৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* অপরুপ পেখলু বামা- *নজরুল সঙ্গীত নহে। গীতিকার : বিদ্যাপতি। 

* অবতার হও ভূপালীতে প্রভু- * নজরুল সঙ্গীত নহে। সম্ভবত কবিতা। 

* অবগুণ্ঠন খোল- / গুন্ঠন খোল- গানের ভিন্ন শিরোনাম 

২৯. অবিরত বাদর বরষিছে- রেকর্ড শিল্পী : আঙ্গুরবালা। ধ্রুব সিনেমার গান। মিয়াকি মল্লার। ত্রিতাল। নজরুল ইন্সটিটিউট এর ৫০ তম খন্ডে এবং হরফের ৯ম খন্ডে স্বরলিপি হয়েছে। 

৩০. অবুঝ মোর আঁখিবারি- তিলক কামোদ/ ঠুংরি। স্বরলিপি হয়নি। 

৩১. অবেলাতে জল আনিতে- লেটো গান।

৩২. অবেলায় যমূনার কূলে- লেটো গান। 

* অভিনব শব্দার্থ/ শা আর শুড়ি মিলে গানটির ভিন্ন শিরোনাম। 

চলমান থাকবে ইনশাআল্লাহ। শুভকামনা সহ ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ