নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

 শুদ্ধ নজরুল সঙ্গীত প্রসঙ্গে / অনুসন্ধানে - (২য় পর্ব): 

৩. অগ্নিগিরি ঘুমন্ত উঠিল জাগিয়া-(শুদ্ধ)। রাগ- লংকাদহন সারং।ত্রিতাল। স্বরলিপি - বেণুকা, হরফ,ভক্তি। 

৪. অগ্রপথিক হে সেনাদল - (শুদ্ধ)। গ্রন্থ- জিঞ্জির, নজরুল গীতিকা। স্বরলিপি হয়নি। 

৫. অঙ্গদ,পাদপ পাথর আনিল বিস্তর- লেটোগান।

৬. অঙ্গাধীপ মহারাজ, আমি চাই দান- লেটোগান।

৭. অচেনা বানরকুল, পতন সবার- লেটোগান।

* অচেনা চেনায় বৃথা (অশুদ্ধ) - যত নাহি পাই দেবতা তোমায়- গানটির ভিন্ন শিরোনাম। 

৮. অচেনা সুরে অজানা পথিক- (শুদ্ধ)। পিলু- কার্ফা। গ্রন্থ- গুলবাগিচা। 

* অজু করে অজুদ আমার - নজরুল সঙ্গীত নহে। গীতিকার - কাজী গোলাম আকবর। 

৯. অঝোর ধারায় বর্ষা ঝরে- (শুদ্ধ)। মুলতান-কানাড়া মিশ্র। দাদরা। গ্রন্থ- গুলবাগিচা। নজরুল ইন্সটিটিউট এর ৩৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১০. অঞ্জলি লহ মোর সঙ্গীতে- (শুদ্ধ)। তিলং। আদ্ধা। রেকর্ড - মিস ইন্দুবালা। হরফ-৫ এবং নজরুল ইন্সটিটিউট এর ৭ম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* অতনুর দেশ (গীতিনাট্য) 

* অতিত দিনের স্মৃতি (অশুদ্ধ)। কেউ ভোলে না কেউ ভোলে - গানটির ভিন্ন শিরোনাম। 

চলমান- ইনশাআল্লাহ। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ