শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮৫ তম পর্ব) :
শফিক উদ্দিন আহমেদ।
nazrulsangeet.com
৮৫৪. কান্ডারী গো কর কর পার- রেকর্ড (১৯৪০) শিল্পী: মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ১ম
খন্ডে স্বরলিপি হয়েছে।
৮৫৫. কানন গিরি সিন্ধু পার - নজরুল স্বরলিপি তে স্বরলিপি হয়েছে। রেকর্ড হয়নি।
✘ কানন পারে মুরলী ধ্বনি - নজরুল নহে।
গীতিকার : তুলসী লাহিড়ী।
৮৫৬. কানাই বাছুরী তোমার- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ কাননে ফুলগুলি মোর- নজরুল নহে।
গীতিকার : প্রণব রায়।
৮৫৭. কানাইরে কই তোর- নাটক : বিষ্ণু প্রিয়া।
রেকর্ড স্বরলিপি হয়নি।
* কানামাছি ভোঁ ভোঁ - গীতিনাট্য।
৮৫৮. কানে আজো বাজে আমার- রেকর্ড (১৯৩৮) শিল্পী : মিস প্রমোদা। নজরুল ইন্সটিটিউট এর ১৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮৫৯. কাবার জিয়ারতে তুমি কে যাও মদিনায়- রেকর্ড (১৯৩৯) শিল্পী: এ. এম. সিরাজুর রহমান। (১৯৪৮) মফিজুল ইসলাম। স্বরলিপি হয়নি।
৮৬০. কাবেরী নদী জলে কে গো - রেকর্ড (১৯৪১) শিল্পী : সুপ্রভা ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ২য় খন্ডে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ