ভিন্ন শিরোনাম বিশিষ্ট নজরুল সঙ্গীত । --- শফিক উদ্দিন আহমেদ। Shafique Ahmed Gaan. নজরুল সঙ্গীত সমীক্ষায় ভিন্ন শিরোনাম একটি অন্যতম প্রতিবন্ধকতা। বিষয়টিরনমুনা উপস্থাপন স্বরূপ একটি নজরুল সঙ্গীত - যেমন-- আমার কেহ নয় ওরা / ওরা আমার কেহ নয় / (যারা) আজ এসেছে রইবেনা কাল-- একই নজরুল সঙ্গীত এর ৩ টি ভিন্ন শিরোনাম। রেকর্ডে এবং বিভিন্ন প্রামাণ্য নজরুল সঙ্গীত এর গ্রন্থ ও তালিকা সমূহের ক্ষেত্রে এমন বহু ভিন্ন শিরোনাম এখনো প্রচলিত রয়েছে। যার সংশোধন একান্তভাবে কাম্য। আর এ বিষয় টি নজরুল ইন্সটিটিউট এর " নজরুল সঙ্গীত সংগ্রহ " সহ সম্ভাব্য তালিকার সংশোধিত নতুন সংস্করণ এর মাধ্যমে অব্যাহত রাখা সম্ভব। সংশ্লিষ্ট সম্মানিত সকলের সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ জরুরী ভাবে কাম্য। শুভকামনা সহ সুস্বাগতম। ধন্যবাদ সবাইকে।।
0 মন্তব্যসমূহ