শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (২৮ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ।
২৮১. আমি গরবিনী মুসলিম- নজরুল ইন্সটিটিউট এর ৪০ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ আমি গানে গানে মাধবীর- নজরুল সঙ্গীত নহে।
* গীতিকার : প্রণব রায়।
২৮২. আমি গিরিধারী মন্দিরে - রেকর্ড স্বরলিপি হয়নি।
২৮৩. আমি গিরিধারী সাথে- রেকর্ড (১৯৪০) শিল্পী : পদ্মরাণী চট্টপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ২৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আমি গেরাম্য ভাষা (অশুদ্ধ) / আমি কর্থ্যভাষা কইতে নারি - গানটির ভিন্ন শিরোনাম।
২৮৪. আমি গো রাখা রাখাল- রেকর্ড স্বরলিপি হয়নি।
২৮৫. আমি গোলাপ বনের মনের- রেকর্ড স্বরলিপি হয়নি।
২৮৬. আমি চাই পৃথিবীর ফুল- রেকর্ড স্বরলিপি হয়নি।
২৮৭. আমি চাইনে হতে ভ্যাবাগঙ্গারাম - রেকর্ড স্বরলিপি হয়নি।
২৮৮. আমি চাঁদ নহি- রেকর্ড (১৯৪১) শিল্পী : কমলদাস গুপ্ত। নজরুল ইন্সটিটিউট এর ৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে।
২৮৯. আমি চাষা এসেছি ভাই- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
২৯০. আমি চিরতরে দূরে চলে যাবো- রেকর্ড (১৯৪৮) শিল্পী : কু: ইলা ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ৪০ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
-- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ