শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৯১ তম পর্ব) :
শফিক উদ্দিন আহমেদ
Website. nazrulsangeet.com
৯১১. কীর্তন গায় ছুচন্দর - গ্রন্থ: চন্দ্রবিন্দু। শিরোনাম - ছুঁচোর কীর্তন। বিষয় - হাসির গান। শ্রেণী- কীর্তন। রেকর্ড স্বরলিপি হয়নি।
৯১২. কুঁচ বরণ কন্যা রে তার - রেকর্ড (সেপ্টেম্বর ১৯৩২) উমাপদ চট্টপাধ্যায়, (অক্টোবর ১৯৩২) আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ১ম এবং ৪৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৯১৩. কুঁজী নাচে কুঁজী নাচে - নজরুল সঙ্গীত সংগ্রহ। রেকর্ড স্বরলিপি হয়নি।
৯১৪. কুড়িয়ে কুসুম ছড়িয়ে ফেল অভিমানে - সূত্র : হারানো গানের খাতা। রেকর্ড স্বরলিপি হয়নি।
৯১৫. কুঞ্জনা কাহে ছাদ চালে- সূত্র : এইচ এম ভি কোং এর সঙ্গে চুক্তিপত্র ২৮.৪.১৯৩৮। গানটি উদ্ধার হয়নি।
৯১৬. কুনুর নদীর ধারে ঝুনুর ঝুনুর বাজে- রেকর্ড (১৯৪২) শিল্পী : শান্তা বসু ও কালীপদ সেন। নজরুল ইন্সটিটিউট এর ২৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৯১৭. কুনুর নদীর ধারে শোন ডাকছে- গীতিনাট্য - শাল পিয়ালের বনে। রেকর্ড স্বরলিপি হয়নি।
* কুব্জা কীর্তন / ঐ কুব্জার কি রুপের বাহার - গানটির ভিন্ন শিরোনাম।
৯১৮. কুমকুম আবীর ফাগের- রেকর্ড (১৯৩৪) শিল্পী : মাষ্টার কমল ( কমল দাশগুপ্ত)। নজরুল ইন্সটিটিউট এর ৪৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* কুল ছেড়ে চলিলাম (অশুদ্ধ) / আমি কুল কূল ছেড়ে চলিলাম ভেসে- গানটির ভিন্ন শিরোনাম।
৯১৯. কুল মাখলুক গাহে হজরত ( বালাগাল উলা বি কামালিহী) নাত এ রাসুল (সা:)। সূত্র : মাহে নও- কার্তিক ১৩৬৯। নেটে প্রচলিত রয়েছে। Shafique Ahmed Gaan.
৯২০. কুল রাখো না রাখো- রেকর্ড (১৯৩৩) শিল্পী : মিস মন্টি। অখন্ডে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।

0 মন্তব্যসমূহ