
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮৮ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Web. nazrulsangeet.com
৮৮১. কালো জামরে ভাই- রেকর্ড (১৯৩২) শিশু মঙ্গল সমিতি। নজরুল ইন্সটিটিউট এর ১৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮৮২. কালো পাহাড় আলো করে কে- রেকর্ড (১৯৩৯) শিল্পী : মিস আঙ্গুরবালা। নজরুল ইন্সটিটিউট এর ৩৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ কালো ভ্রমর এলো গো আজ- নজরুল নহে।
* গীতিকার : ধীরেন মুখোপাধ্যায়।
৮৮৩. কালো মেয়ের পায়ের তলায় (আমার)- রেকর্ড (১৯৩২) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। সুরলিপি এবং নজরুল ইন্সটিটিউট এর ৩৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ কালো রুপে মন ভুলালো- নজরুল নহে।
* গীতিকার : অনিল ভট্টাচার্য।
৮৮৪. কালো রুপে আমি কেন- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ কাহারই তরে কেন ডাকে- নজরুল নহে।
* গীতিকার : তুলসী লাহিড়ী।
৮৮৫. কাহার তরে হায় নিশিদিন - রেকর্ড শিল্পী : রাধারাণী। নজরুল ইন্সটিটিউট এর ৩৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮৮৬. কি আশ্চর্য দেখলাম আমি একটা নারীর - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৮৮৭. কি আশ্চর্য দেখলাম আমি একটা নারীর - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৮৮৮. কি খেলা খেলালে কালী মা- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৮৮৯. কি গুনে হে গুননিধি, মজাইলে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৮৯০. কি চিকিৎসা করলি বেটা- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ