নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮৭ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet.com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮৭ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Web. nazrulsangeet.com ৮৭১. কারার ঐ লৌহ কপাট- রেকর্ড (১৯৪৯) শিল্পী : গিরীণ চক্রবর্তী। নজরুল ইন্সটিটিউট এর ২০ তম খন্ডে স্বরলিপি হয়েছে। * কারে দেখে ঘোমটা দিলি (অশুদ্ধ) / ও তুই কারে দেখে - গানটির ভিন্ন শিরোনাম। ৮৭২. কারো ভরসা করিসনে তুই - রেকর্ড (১৯৩৯) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৮৭৩. কাল কাল করে গেলো কতকাল- নাটক (বিষ্ণুপ্রিয়া)। রেকর্ড স্বরলিপি হয়নি। ৮৭৪. কালকে হোয়ি বিয়া হামরে- কমিক নক্সা - শাদিকে আগে। অপ্রকাশিত নজরুল। হিন্দি। রেকর্ড স্বরলিপি হয়নি। ৮৭৫. কালা আমার নীলাম্বরী ভিজিয়ে দিলে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। * কালাচাঁদ মোর কুঞ্জে নাহি এলো- সরগম মে/৯৯ লেটো গান হিসেবে প্রকাশিত। তবে প্রামাণ্য তথ্যহীন। ৮৭৬. কালা এত ভালো কিহে- রেকর্ড (১৯৩৩) শিল্পী : আশ্চর্যময়ী দাসী। নজরুল ইন্সটিটিউট এর ২২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৮৭৭. কালী কালী মন্ত্র জপি- রেকর্ড (১৯৩৬) শিল্পী : ইন্দু সেন। নজরুল ইন্সটিটিউট এর ৪৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ✘ কালা হলি মা- নজরুল নহে। গীতিকার: রামপ্রসাদ সেন। ৮৭৮. কালিন্দী নদীর ধারে - নাটক - কালিন্দী। নাট্যকার - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপ্রকাশিত নজরুল। রেকর্ড স্বরলিপি হয়নি। * কালী সেজে ফিরলি ঘরে- (অশুদ্ধ) / ওমা কালী সেজে - গানটির ভিন্ন শিরোনাম। ৮৭৯. কালের শঙ্খে বাজিছে আজিও- সূত্র- নজরুল গীতি অখণ্ড। রেকর্ড স্বরলিপি হয়নি। * কালো কালিন্দী সলিল কান্তি- (অশুদ্ধ) / নীল যমুনা সলিল কান্তি- গানটির ভিন্ন শিরোনাম। ৮৮০. কালো জল ঢালিতে সই- রেকর্ড (১৯৩৮) শিল্পী : সিদ্ধেশ্বর মুখার্জি। নজরুল ইন্সটিটিউট এর ৫২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ