
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮৬ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ।
Web. nazrulsangeet.com
৮৬১. কার অনুরাগে শ্রীমুখ উজ্জ্বল - লক্ষ্মণ গীত। বেতার অনুষ্ঠান - মেল মেলন।তারিখ -২৮.১২.১৯৩৯ শিল্পী - মাধুরী বন্দ্যোপাধ্যায়। রেকর্ড স্বরলিপি হয়নি।
৮৬২. কার অভিশাপে হয়েছে পাষাণ - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৮৬৩. কার ঝর ঝর বর্ষণ বাণী- রেকর্ড (১৯৩৫) শিল্পী : গীতা বসু ও ধীরেন দাস। বেতার অনুষ্ঠান - হারামণি। তারিখ-২৬.৯.১৯৪০। নজরুল ইন্সটিটিউট এর ১৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮৬৪. কার নিকুঞ্জে রাত কাটায়ে- রেকর্ড (১৯৩২) শিল্পী : হরিমতী। নজরুল ইন্সটিটিউট এর ১১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮৬৫. কার বাঁশরী বাজিল- রেকর্ড (১৯৩৫) শিল্পী : সান্তনা সেন। নজরুল ইন্সটিটিউট এর ১৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮৬৬. কার বাঁশরী বাজে বেণুকুঞ্জে- সূত্র : ১.রেকর্ড কোং এর সঙ্গে চুক্তিপত্র ১৮.৯.৩৫(১০০ নং গান) ২.হারানো গানের খাতা। রেকর্ড স্বরলিপি হয়নি।
৮৬৭. কার বাঁশরী বাজে মূলতানী সুরে- মূলতান।একতাল। নজরুল স্বরলিপি ডি.এম.লাইব্রেরী।
৮৬৮. কার মঞ্জির রিনিঝিনি বাজে- রেকর্ড (১৯৩৫) শিল্পী : পারুল সেন। বেণুকা এবং নজরুল ইন্সটিটিউট এর ২৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮৬৯. কার স্মৃতি উদাসী ভোরে- সূত্র: শৈল দেবীর গানের খাতা। গ্রন্থ : বেতার নজরুল, কলিকাতা।
রেকর্ড স্বরলিপি হয়নি
৮৭০. কারা পাষাণ ভেদী জাগো নারায়ণ - রেকর্ড : সত্য চৌধুরী। কারাগার নাটক। স্বরলিপি হয়নি।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ