নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮৪ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet.com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮৪ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Web. nazrulsangeet.com ৮৪১. কহিতে নারি যে কথাগুলি - সূত্র: শারদীয় সত্যযুগ ১৩৫৯। ভূপালী। তেতালা। রেকর্ড স্বরলিপি হয়নি। ৮৪২. কাঁকর ভরা দূপুর বেলা- বাংলা সাহিত্যে নজরুল। গানটি উদ্ধার করা সম্ভব হয়নি। ✘ কাছে গেলে সে দূরে সরে যায়- নজরুল নহে। হরফ ৬ষষ্ঠ খন্ডে স্বরলিপি হয়েছে। * গীতিকার : হেমেন রায়। ৮৪৩. কাছে আমার নাইবা এলে- রেকর্ড (১৯৩৫) শিল্পী : ইন্দুবালা। নজরুল ইন্সটিটিউট এর ৫ম খন্ডে স্বরলিপি হয়েছে। ৮৪৪. কাছে তুমি থাকো যখন- রেকর্ড ( ১৯৪৩) শিল্পী : রমা দেবী। নজরুল ইন্সটিটিউট এর ২৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। * কাজরী গাহিয়া এসো (অশুদ্ধ) / কাজরী গাহিয়া চলো- গানটির ভিন্ন শিরোনাম। ৮৪৫. কাজরী গাহিয়া চলো গোপ ললনা- রেকর্ড (১৯৩৪) শিল্পী : ইন্দুবালা। বাতিল হয়। নজরুল সুরলিপিতে স্বরলিপি হয়েছে। ৮৪৬. কাজলা বিলের শাপলা তুইলা - রেকর্ড (১৯৩৯) শিল্পী : রঞ্জিত রায়। স্বরলিপি হয়নি। ৮৪৭. কাঁটা চুরি করে আমার- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৮৪৮. কাঁটা বন ভেঙে এখনি যাইব- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৮৪৯. কাঁদব না আর শচী দুলাল- রেকর্ড (১৯৩৬) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ২৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৮৫০. কাঁদিছে তিমির কুন্তলা সাঁঝ- অপ্রকাশিত নজরুল। রেকর্ড স্বরলিপি হয়নি। ৮৫১. কাঁদিতে এসেছি আপনারে লয়ে- জয়জয়ন্তী। একতাল। রেকর্ড স্বরলিপি হয়নি। ৮৫২. কাঁদিসনে আর কাঁদিসনে মা- ধ্রুব সিনেমার গান। স্বরলিপি হয়নি। ৮৫৩. কাঁদিসনে মা, কাঁদিসনে মা- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। * কাঁপিছে প্রদীপ মঞ্জরী- বিস্তারিত তথ্যহীন। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ