নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭৮ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com :

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭৮ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Web.nazrulsangeet.com ৭৮১. ওলো এক চাঁদকে সৃষ্টি করে - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭৮২. ওলো কদম তলায় বাঁশি বাজে - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। * ওলো চাও (৩) নববধু (বিস্তারিত তথ্যহীন) ৭৮৩. ওলো ননদিনী বল- রেকর্ড (১৯৩৯) শিল্পী : কে মল্লিক। নজরুল ইন্সটিটিউট এর ১৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ✘ ওলো ফুল পসারিণী - নজরুল নহে। * গীতিকার : অন্য গীতিকার। ৭৮৪. ওলো বিন্দে গোবিন্দে- বেতার পালাকীর্তন : কলহ। তাল- ছোট দাসপেড়ে। রেকর্ড স্বরলিপি হয়নি। ✘ ওলো বকুল ফুল - নজরুল নহে। * গীতিকার : হীরেন বসু। ৭৮৫. ওলো বিশাখা ওলো ললিতে- রেকর্ড (১৯৪০ শিল্পী : রত্নেশ্বর মুখোপাধ্যায় (বাতিল হয়)। স্বরলিপি হয়নি। ✘ ওলো বাদল মঞ্জরী- নজরুল নহে। * গীতিকার : রামেন্দু দত্ত। ৭৮৬. ওস্তাদ হারানো আঙটির জবাব- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। * ওলো বৈশাখী ঝড় (অশুদ্ধ) / ওগো বৈশাখী ঝড় - গানটির ভিন্ন শিরোনাম। ৭৮৭. ওস্তাদজী ভালো লোকের ছেলে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭৮৮. ওহে ওস্তাদ গোদাকবি,প্রশ্ন করি- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭৮৯. ওহে ওস্তাদ বলে যাবে কর্ণ কি-বা- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭৯০. ওহে ওস্তাদ বলে যাবে, দাঁত দুটো - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ