
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮১ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ।
web.nazrulsangeet.com
৮১১. কথা কইবে না বউ তোর সাথে- রেকর্ড (১৯৩৯) শিল্পী : কানন দেবী। নজরুল ইন্সটিটিউট এর ১৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮১২. কথা কও কও কথা - রেকর্ড (১৯৪১) শিল্পী : সন্তোষ সেনগুপ্ত। নজরুল ইন্সটিটিউট এর ২৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮১৩. কথা কও না কেন বৌ- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৮১৪. কথায় কথায় বহু কথা বলা যায়- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
* কথা কও শাশ্বতী - বিস্তারিত তথ্যহীন।
* কর্থ্যভাষা কইতে নারি (অশুদ্ধ) / আমি কর্থ্যভাষা কইতে নারি - গানটির ভিন্ন শিরোনাম।
৮১৫. কথার কুসুমে গাঁথা- রেকর্ডে গীতিকার হিসেবে প্রণব রায় এর নাম উল্লেখ থাকলেও গবেষক আসাদুল হক সাহেব কমলদাস গুপ্ত এর খাতায় কবির হস্তলিপিতে গানটি দেখে প্রণব রায় এর সাথে কথা বলে জানতে পারেন গানটি তাঁর নহে এবং পান্ডুলিপি অনুযায়ী নজরুল সঙ্গীত হিসেবে স্বীকৃত।
নজরুল ইন্সটিটিউট এর ৪৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮১৬. কদম কেশর পড়লো ঝরি- রেকর্ড (১৯৩৬) শিল্পী : গীতা বসু। নজরুল ইন্সটিটিউট এর ৫২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ কন্ঠে আমার নিশিদিন - নজরুল নহে।
গীতিকার : প্রণব রায়।
৮১৭. কন্যার পায়ের নূপুর বাজেরে- রেকর্ড (১৯৩৯) শিল্পী : মাধুরী দে। স্বরলিপি হয়নি।
৮১৮. কপোত কপোতী উড়িয়া বেড়াই-রেকর্ড(১৯৩৩) শিল্পী : জ্ঞান দত্ত ও পারুল বালা। নজরুল ইন্সটিটিউট এর ৪২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* কবির লড়াই ১. বড় সংকটে পড়েছি মাগো -
* কবির লড়াই ২. ওরে নেইকো ডানা উড়ে এলি-
৮১৯. কবি সবার কথা কইলে (সবার কথা)- রেকর্ড হয়নি। প্রচলিত। হরফ অখন্ডে স্বরলিপি হয়েছে।
* কবে তোরে পারবো দিতে (অশুদ্ধ) / মা কবে তোরে পারবো দিতে - গানটির ভিন্ন শিরোনাম।
✘ কবে কোন মধুরাতে- নজরুল নহে।
গীতিকার : প্রণব রায়।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ