
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮০ তম পর্ব)
শফিক উদ্দিন আহমেদ।
web.nazrulsangeet.com
৮০১. কত কথা ছিলো বলিবার- রেকর্ড (১৯৩৫) শিল্পী : আঙ্গুরবালা (টেঁপি)। নজরুল ইন্সটিটিউট এর ৫১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* কত কথা রয়েছে বাকি- বিস্তারিত তথ্যহীন।
* কত কথা খুঁজিলাম (অশুদ্ধ) / কত খুঁজিলাম নীল কুমুদ- গানটির ভিন্ন শিরোনাম।
৮০২. কত খুঁজিলাম নীল কুমুদ- নাট্যগ্রন্থ : মহুয়া (নাটক)। রেকর্ড স্বরলিপি হয়নি।
* কত গান গাহিনু আমি- বিস্তারিত তথ্যহীন।
৮০৩. কত জনম যাবে তোমার বিরহে- রেকর্ড (১৯৩৫) শিল্পী : সরযুবালা। নজরুল ইন্সটিটিউট এর ৭ম খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ কতদিন দেখিনি তোমায়- নজরুল নহে।
* গীতিকার : প্রণব রায়।
৮০৪. কত দূরে তুমি ওগো- রেকর্ড (১৯৩৯) শিল্পী : পারুল সোম। স্বরলিপি হয়নি।
৮০৫. কত নিদ্রা যাওরে কন্যা- রেকর্ড (১৯৪০) শিল্পী : গোপাল সেন। নজরুল ইন্সটিটিউট এর ১ম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮০৬. কত ফুল তুমি পথে ফেলে দাও- রেকর্ড (১৯৪০) শিল্পী : সন্তোষ সেনগুপ্ত। নজরুল ইন্সটিটিউট এর ১ম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮০৭. কত যুগ পাই নাই- রেকর্ড (১৯৩৬) শিল্পী : পদ্মরাণী গাঙ্গুলী। নজরুল ইন্সটিটিউট এর ৯ম খন্ডে স্বরলিপি হয়েছে।
৮০৮. কত যুগ যেন দেখিনি তোমারে- সূত্র: কাফেলা, জৈষ্ঠ, ১৩৮৯ (পান্ডুলিপি)। গ্রন্থ : অপ্রকাশিত নজরুল ইন্সটিটিউট, ঢাকা।
৮০৯. কত যে রুপে তুমি এলে হজরত এই দুনিয়ায় - অগ্রন্থিত নজরুল, ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত, ডি এম লাইব্রেরী, কলকাতা।
৮১০. কত সে জনম কত সে লোক- রেকর্ড (১৯৩৪) শিল্পী : মিস মানদা। স্বরলিপি হয়নি।
✘ কত রাত্রি পোহায়- নজরুল নহে।
* গীতিকার : ধীরেন মুখোপাধ্যায়।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ