নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭৯ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান ( ৭৯ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Web.nazrulsangeet.চম * ওহে কৃষ্ণ প্রিয়তম (অশুদ্ধ) / তোমার কালো রুপে- গানটির ভিন্ন শিরোনাম। ৭৯১. ওহে ছড়াদার দ্যাট পাল্লাদার- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭৯২. ওহে তোমরা মনে করেছ- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭৯৩. ওহে নাগর শ্যাম কালাচাঁদ - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। * ওহে ভ্যা ভ্যা কান্ত (অশুদ্ধ) / ওহে ভ্যাবাকান্ত গানটির ভিন্ন শিরোনাম। ৭৯৪. ওহে ভ্যাবাকান্ত! দাও হে গানে খ্যান্ত- রেকর্ড (১৯৩৬) শিল্পী : প্রফেসর বিমল গুপ্ত। স্বরলিপি হয়নি। * ওহো আইজকা হইবো (অশুদ্ধ)/ আজকা হইব মোর বিয়া - গানটির ভিন্ন শিরোনাম। * ওহে রসিক বসনে কদলি (অশুদ্ধ)/ ওহে রসিক রসাল কদলি- গানটির ভিন্ন শিরোনাম। ৭৯৫. ওহে রসিক রসাল কদলি- রেকর্ড (১৯৩৩) শিল্পী : বিমল গুপ্ত। নজরুল ইন্সটিটিউট এর ৫৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। * ওহে শ্যামো হে শ্যামো (অশুদ্ধ) / তুমি নামো হে নামো - গানটির ভিন্ন শিরোনাম। ৭৯৬. কও কথা,কও কথা, হে দেবতা- রেকর্ড (১৯৩৩) শিল্পী : মিস প্রভা (কমলা ঝরিয়া)। স্বরলিপি হয়নি। * কোই উম্মিদবার অতি- (বাংলা সাহিত্যে নজরুল) বিস্তারিত তথ্যহীন। ৭৯৭. কঠিন ধরায় ফোটাতে ফসল-ফুল- সূত্র: নজরুল গীতি অখণ্ড এবং নজরুল রচনাবলী। ৭৯৮. কর্ণ ঋষির কন্যা আমি- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭৯৯. কত আর এ মন্দির দ্বার- রেকর্ড (১৯৩২) শিল্পী: হরেন্দ্রনাথ চট্টপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ২৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৮০০. কত কথা ছিলো তোমায় বলিতে- রেকর্ড - কমল গুপ্ত। রেকর্ডটি প্রকাশিত হয়নি। নজরুল ইন্সটিটিউট এর ৩৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ