নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭০ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। YouTube. Shafique Ahmed Gaan.

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭০ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. চম ৭০১. ওঁ শঙ্কর হরহর শিব সুন্দর- নাট্যগ্রন্থ : অন্নপূর্ণা রেকর্ড স্বরলিপি হয়নি। ৭০২. ওগো অন্তর্যামী ভক্তের তব - রেকর্ড (১৯৩৭) শিল্পী : কে. মল্লিক। নজরুল ইন্সটিটিউট এর ২১ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭০৩. ওগো আমিনা তোমার দুলালে আনিয়া- রেকর্ড (১৯৩৭) শিল্পী : পরীবানু। নজরুল ইন্সটিটিউট এর ২৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭০৪. ওগো এলে কি শ্যামল পিয়া - রেকর্ড (১৯৩২) শিল্পী : হরেন্দ্রনাথ চট্টপাধ্যায়। নজরুল স্বরলিপি এবং নজরুল ইন্সটিটিউট এর ২২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭০৫. ওগো ও আমার কালো- রেকর্ড (১৯৩৬) শিল্পী : সমর রায়। নজরুল ইন্সটিটিউট এর ১৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭০৬. ওগো চৈতী রাতের চাঁদ - রেকর্ড (১৯৩৭) শিল্পী : মিস লক্ষী। নজরুল ইন্সটিটিউট এর ৮ম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭০৭. ওগো ঠাকুর বলতে পারো- রেকর্ড (১৯৩৬) শিল্পী : হরিমতী। নজরুল ইন্সটিটিউট এর ২৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭০৮. ওগো তারি তরে মন কাঁদে- রেকর্ড (১৯৪০) শিল্পী : বীণা চৌধুরী। নজরুল ইন্সটিটিউট এর ১৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭০৯. ওগো দু'পেয়ে জীব ছিল- রেকর্ড (১৯৩৫) শিল্পী : রঞ্জিত রায়। নজরুল ইন্সটিটিউট এর ২২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭১০. ওগো দেবতা তোমার পায়ে- রেকর্ড (১৯৪০) শিল্পী : সুধা বন্দ্যোপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ১০ম খন্ডে স্বরলিপি হয়েছে। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ