নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭১ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭১ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Website. nazrulsangeet. com ৭১১. ওগো নন্দদুলাল নাচে ছন্দ তালে- রেকর্ড (১৯৩৬) শিল্পী : ইন্দু সেন ও রেণুওবালা। নজরুল ইন্সটিটিউট এর ২৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ✘ ওগো বঁধু নিরজনে রহি চাহি- নজরুল নহে। * গীতিকার: অন্য গীতিকার। ৭১২. ওগো প্রিয়া তব অকরুণ ভালোবাসা- রেকর্ড (১৯৩৫) শিল্পী : গোপাল সেন। নজরুল ইন্সটিটিউট এর ৪২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭১৩. ওগো পূজার থালায় আছে আমার- রেকর্ড (১৯৩৫) শিল্পী : আঙ্গুরবালা। নজরুল ইন্সটিটিউট এর ৩৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭১৪. ওগো পিয়া তব গান- রেকর্ড (১৯৪১) শিল্পী : শৈল দেবী। নজরুল ইন্সটিটিউট এর ৫ম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭১৫. ওগো প্রিয়তম তুমি চলে গেছ - রেকর্ড (১৯৩৫) শিল্পী : হরেন্দ্রনাথ চট্টপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ২২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭১৬. ওগো ফুলের মতো ফুল্ল মুখে - রেকর্ড (১৯৩৪) শিল্পী : সুধীরা দাশগুপ্ত। নজরুল ইন্সটিটিউট এর ১২শ খন্ডে স্বরলিপি হয়েছে। ✘ ওগো বন্ধু তোমার আশা- নজরুল নহে। * গীতিকার : প্রণব রায়। ৭১৭. ওগো বন্ধু দাও সাড়া দাও- নাটক : মধুমালা। রেকর্ড স্বরলিপি হয়নি। ✘ ওগো ভুলে ভুলে যেন - নজরুল নহে। গীতিকার : তুলসী লাহিড়ী। ৭১৮. ওগো বৈশাখী ঝড় - চলচ্চিত্র : চৌরঙ্গী। রেকর্ড (১৯৪২) শিল্পী : প্রমীলা ত্রিবেদী। স্বরলিপি হয়নি। ৭১৯. ওগো মা ফাতেমা ছুটে আয়- রেকর্ড (১৯৩৬) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭২০. ওগো মাগো আজো বেঁচে আছি- রেকর্ড (১৯৩৭) শিল্পী : জ্ঞানেন্দ্রনাথ ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ১৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ