নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭৬ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭৬ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Web.nazrulsangeet.com ৭৬১. ওরে বনের ময়ূর - রেকর্ড (১৯৩৬) শিল্পী : মিস প্রমোদা। নজরুল ইন্সটিটিউট এর ৪৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭৬২. ওরে বাবা এর নাম কি পূজা- রেকর্ড (১৯৩৯) শিল্পী : রঞ্জিত রায়। নজরুল গীতি অখন্ডে স্বরলিপি হয়েছে। ৭৬৩. ওরে ব্যাকুল বেণুবন- নজরুল একাডেমি পত্রিকা ও নজরুল সঙ্গীতের রুপকার, আসাদুল হক। বিজন কুমার ঘোষ দস্তিদার গানটি বেতারে গেয়েছিলেন। রেকর্ড স্বরলিপি হয়নি। * ওরে ভবের তরী (অশুদ্ধ) / ওরে ভবের তাঁতি- গানটির ভিন্ন শিরোনাম। ৭৬৪. ওরে ভবের তাঁতি- রেকর্ড (১৯৩৮) শিল্পী : হরিদাস বন্দ্যোপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ৫১ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭৬৫. ওরে ভাটির নদী, লয়ে যাও মোরে-বেতার গীতিচিত্র- পদ্মার ঢেউ। শিল্পী : শৈল দেবী। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭৬৬. ওরে মথুরাবাসিনী মোরে বল- রেকর্ড (১৯৩৯) শিল্পী : গীতা বসু। নজরুল ইন্সটিটিউট এর ৪০ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭৬৭. ওরে মাঝি ভাই- রেকর্ড (১৯৩২) শিল্পী : বিমল গুপ্ত। নজরুল ইন্সটিটিউট এর ১৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭৬৮. ওরে মানুষে মানুষে ভেদ নাই- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭৬৯. ওরে মেঘনাদ, প্রিয় পুত্রধন- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭৭০. ওরে মোর পুত্ররত্ন, বৃষকেতু- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ