
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭৪ তম পর্ব)
শফিক উদ্দিন আহমেদ।
nazrulsangeetcom
৭৪১. ওরে ও নতুন ঈদের চাঁদ- রেকর্ড (১৯৩৫) শিল্পী : আব্দুল লতিফ। নজরুল ইন্সটিটিউট এর ১৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* ওরে নেইকো ডানা (অশুদ্ধ) / নেইকো ডানা উড়ে এলি- গানটির ভিন্ন শিরোনাম।
৭৪২. ওরে ও পদ্মানদী বলতে পারিস- নাটক: মধুমালা। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ ওরে ও বিদেশী বন্ধু- নজরুল নহে।
* গীতিকার : প্রণব রায়।
৭৪৩. ওরে ও বাঁশরি ছোড়া- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৭৪৪. ওরে ও বীরসূত্র রাখিলি না কথা- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ ওরে বেভুল তবু ভাঙলোনা ঘুম - নজরুল নহে।
গীতিকার : মোহিনী চৌধুরী।
৭৪৫. ওরে ও মদিনা বলতে পারিস - রেকর্ড (১৯৩৪) শিল্পী : মনু মিঞা ( কে মল্লিক)। নজরুল ইন্সটিটিউট এর ৩৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৭৪৬. ওরে ও স্রোতের ফুল- গ্রন্থ: গানের মালা। যোগিয়া। একতাল। রেকর্ড স্বরলিপি হয়নি।
৭৪৭. ওরে কপি সেনাদল - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৭৪৮. ওরে কে তোরা দুই জনে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৭৪৯. ওরে কে বলে আরবে নদী নাই- রেকর্ড (১৯৩৮) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩য় খন্ডে স্বরলিপি হয়েছে।
৭৫০. ওরে গো রাখা রাখাল- রেকর্ড (১৯৪১) শিল্পী : কালীপদ সেন। নজরুল ইন্সটিটিউট এর ৯ম খন্ডে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ