নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭২ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৭২ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet.com ৭২১. ওগো মুর্শিদ পীর বলো - রেকর্ড (১৯৪৪) শিল্পী : দুলি বিবি। নজরুল ইন্সটিটিউট এর ৫২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৭২২. ওগো রাজা পিছন ফিরে চাও- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ✘ ওগো ললিতে আমি পারিনা - নজরুল নহে। * প্রচলিত প্রাচীন গীতি। * (ওগো) সখি জাগো রজনী পোহায় (অশুদ্ধ) / সখি জাগো রজনী পোহায়- গানটির ভিন্ন শিরোনাম। - রেকর্ড (১৯৩২) শিল্পী : মিস বীণাপানি। নজরুল ইন্সটিটিউট এর ৩৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। তবে গানটি তালিকা থেকে বাদ যাবে। কারণ পুনরাবৃত্তি হয়েছে। সখি জাগো রজনী পোহায়- গানটির ভিন্ন শিরোনাম হিসেবে। ৭২৩. ওগো সুন্দর আমার- গ্রন্থ : চোখের চাতক। ভৈরবী। দাদরা।ভজন। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭২৪. ওগো সুন্দর তব পরশে- সূত্র- নজরুল সঙ্গীতের রুপকার - আসাদুল হক। রেকর্ড স্বরলিপি হয়নি। - ৭২৫. ওগো সুন্দর! তুমি আসিবে বলিয়া- বেতার গীতিচিত্র- অতনুর দেশ। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭২৬. ওঠরে চাষী জগদ্বাসী - গ্রন্থ : সর্বহারা। শিরোনাম - কৃষাণের গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭২৭. ওটাও ওড়াও লাল নিশান- গ্রন্থ : ফণি-মনসা। শিরোনাম - রক্ত পতাকার গান( একটি ইংরেজি কবিতার ভাবানুবাদ)। ৭২৮. ওর নিশীথ সমাধি ভাঙিও না- রেকর্ড (১৯৪৩) শিল্পী : ধীরেন্দ্র চন্দ্র মিত্র। দরবারি কানাড়া।ত্রিতাল। নজরুল ইন্সটিটিউট এর ৩৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ✘ ওরে ও কাজলা দীঘির জল- নজরুল নহে। * গীতিকার : মোহিনী চৌধুরী। ৭২৯. ওরা মানুষের তরে মালা গাঁথে- নাটক : অর্জুন বিজয়। রেকর্ড স্বরলিপি হয়নি। ৭৩০. ওরে অবোধ আঁখি- রেকর্ড (১৯৩৭) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। স্বরলিপি হয়নি। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ